এটি রোবটের ডাব কাটার ভিডিও নয় 

সম্প্রতি, ‘রোবট যা শুরু করছে তাতে  আমাদের কর্মজীবি মানুষের কাজ কেড়ে নিয়ে বেকার বানিয়ে ছাড়বে’ শীর্ষক শিরোনামে রোবট ডাব কাটছেন এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

রোবটের ডাব

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রোবটের ডাব কাটার এই ভিডিওটি বাস্তব নয় বরং, মানুষের ডাব কাটার ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে রোবট কাটছে দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে ‘THEINFINITE’ নামক শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকের একটি অ্যাকাউন্টে ২০২৩ সালের ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিটির ডাব কাটা শুরুর অংশের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়। এছাড়াও, উক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখুন- ,,,

Screenshot Comparison: Rumor Scanner

ভিডিওতে একজন নারীকে ডাব কাটতে দেখা যায়। 

অর্থাৎ, এটা নিশ্চিত আলোচিত দাবিতে প্রচারিত এই ভিডিওটি রোবটের ডাব কাটার নয়। 

সুতরাং, মানুষের ডাব কাটার ভিডিওকে রোবটের ডাব কাটার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত বা বিকৃত।

তথ্যসূত্র

  • THEINFINITE: Tiktok video
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img