সম্প্রতি চিত্রনায়িকা মাহিয়া মাহি’র নাচের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১৪ লক্ষ বারেরও বেশি বার। ভিডিওটিতে ৫ হাজার দুইশত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি চিত্রনায়িকা মাহিয়া মাহির নয় বরং পাকিস্তানি একজন নৃত্যশিল্পীর ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে @saiqa401 শীর্ষক ইউজার আইডি সম্বলিত একটি টিকটক অ্যাকাউন্টের সূত্র পাওয়া যায়।

পরবর্তী অনুসন্ধানে আমরা উক্ত ইউজার আইডিতে GrooveMaster নামক টিকটক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৭ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পেয়েছি।
উক্ত ভিডিওর সাথে উক্ত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

এই টিকটক অ্যাকাউন্টে থাকা ইন্ট্রো থেকে জানা যায়, তিনি পাকিস্তানে নৃত্য পরিবেশন করেন।
আরো অনুসন্ধান করে Shaheen Studio Pak নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২ মার্চ প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

এই ভিডিও থেকে জানা যায়, যিনি নৃত্য পরিবেশন করছিলেন তার নাম চিরিয়া কুইন।
অনুসন্ধানে চিরিয়া কুইনের আরও কিছু নৃত্য (১, ২, ৩) ইন্টারনেটে পাওয়া যায়।
মূলত, একজন পাকিস্তানি নৃত্যশিল্পীর ভিডিও অন্তত ২০২২ সাল থেকেই ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। সম্প্রতি এই ভিডিও ব্যবহার করে দাবি করা হচ্ছে, এটি চিত্রনায়িকা মাহিয়া মাহির নাচের ভিডিও।
সুতরাং, পাকিস্তানি নৃত্যশিল্পীর নাচের দৃশ্যকে চিত্রনায়িকা মাহিয়া মাহির নাচের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- GrooveMaster – Tiktok Video
- Shaheen Studio Pak – Youtube Video
- Rumor Scanner’s own analysis