সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে দেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
এরই মধ্যে সাম্প্রতিক বন্যায় মৃত গরুর ভিডিও দাবিতেি একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যায় গরু মারা গেছে দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের বন্যার ফলে মৃত গরুর ভিডিও নয় বরং, নাইজেরিয়ার ভিন্ন ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে নাইজেরিয়ান গণমাধ্যম ‘Tori News’ এর ওয়েবসাইটে গত ২৩ আগস্ট ‘Gunmen In Military Uniform Kill 3 Persons & 100 Cows In Kaduna (Photo)’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, নাইজেরিয়ার কাদুনা রাজ্যে ‘Sabon Birnin Daji’ নামক একটি গবাদি পশুর হাটে সামরিক পোশাক পরা বন্দুকধারীরা গবাদি পশুর হাটে ঢুকে গুলি চালিয়ে শতাধিক গরুকে হত্যা করেছে এবং এতে তিনজন ব্যক্তিও মারা যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে সন্দেহভাজন সৈন্যরা বাজারে ঢুকে পশুর বাজারে গুলি চালায়, যার ফলে ব্যবসায়ীরা নিরাপত্তার জন্য হুড়োহুড়ি করার সময় কমপক্ষে তিনজন মারা যায়।’
নাইজেরিয়ার ‘Punch newspapers’ এর ওয়েবসাইটে গত ২৩ আগস্ট ‘Gunmen in military uniform kill three, 100 cows in Kaduna’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের সাম্প্রতিক বন্যার ফলে মৃত গরুর ভিডিও নয়।
সুতরাং, বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় মৃত গরুর ভিডিও দাবিতে নাইজেরিয়ার ভিন্ন ঘটনায় মারা যাওয়া গরুর ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tori News: Gunmen In Military Uniform Kill 3 Persons & 100 Cows In Kaduna (Photo)
- Punch newspapers: Gunmen in military uniform kill three, 100 cows in Kaduna
- Rumor Scanner’s Own Analysis