মৌলভীবাজারে নির্যাতিত হিন্দু ব্যক্তি দাবিতে আখাউড়ার সাবেক মুসলিম পৌর মেয়রের ভিডিও প্রচার 

গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা হাসিনা সরকারের পতনের পর ০৯ আগস্ট মৌলভীবাজারের জুরি উপজেলায় ১০০০ জন ইসলামিস্ট এক হিন্দু ব্যক্তির স্ত্রী-কন্যাকে ধর্ষণ করেছে এবং জীবন বাঁচাতে ঐ ব্যক্তি পুকুরে লাফ দিলে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়েছে দাবিতে এক ব্যক্তি পুকুরে সাঁতার কাটার একটি ভিডিও প্রচার করা হয়। 

মৌলভীবাজারে

উক্ত দাবিতে ফেসবুক প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্ট

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মৌলভীবাজারের নয় বরং আখাউড়ার এবং ভিডিওতে পুকুরে সাঁতার কাটা ব্যক্তি হিন্দু নন বরং আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও মুসলিম রাজনীতিবিদ তাকজিল খলিফা কাজল।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে গত ০৮ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ইউটিউব চ্যানেলে “জনতার ধাওয়া খেয়ে দীঘি সাঁতরে পালালেন আখাউড়ার মেয়র” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর কিছু অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর কিছু অংশের হুবহু মিল পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে একই তারিখে  মূলধারার অনলাইন গণমাধ্যম ঢাকাপোস্টে ‘পুকুর সাঁতরে বোরকা পরে পালিয়েছেন আখাউড়ার মেয়র’ শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, প্রচারিত ভিডিওর ব্যক্তি হলেন আখাউড়া পৌরসভার সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এলাকাবাসী কাজলের বাড়িঘর পুড়িয়ে দেয় ও লুট করে। একপর্যায়ে তাকে আক্রমণ করলে তিনি দীঘি লাফ দিয়ে সাঁতরে পালানোর চেষ্টা করেন। তার ঐ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরবর্তীতে তিনি বোরকা পড়ে আন্দোলনকারীদের সাথে মিশে পালিয়ে যান বলে দাবি করা হয়। তাকজিল খলিফা কাজল আখাউড়া পৌরসভার সাবেক মেয়রের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এসব সংবাদে তার পালিয়ে যাওয়ার কথা উল্লেখ থাকলেও তার পরিবারের অন্য কাউকে নির্যাতনের কোনো তথ্য পাওয়া যায়নি।

Screenshot: Facebook

এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে তাকজিল খলিফা কাজল এর অফিশিয়াল ফেসবুক পেজে তাকে জানাযার নামাজে অংশ নেয়ার একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, তিনি ইসলাম ধর্মের অনুসারী। 

সুতরাং, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাবেক মুসলিম মেয়রের সাঁতরে পালানোর ভিডিও সিলেটের মৌলভীবাজারে হিন্দু ব্যক্তির পরিবারকে নির্যাতন ও তার পানিতে লাফ দেয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img