সম্প্রতি, ‘হিন্দু মহিলাদের উপর হামলা করলেন শিবিরের কর্মী’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘হিন্দু মহিলাদের উপর হামলা করলেন শিবিরের কর্মী’ শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি ছাত্রশিবির কর্তৃক হিন্দু নারীদের ওপর হামলার নয়। এমনকি ভিডিওটি বাংলাদেশেরও নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি ভারতের দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের একটি পার্কে সরস্বতী পূজার দিনে তৃতীয় লিঙ্গের নারীরা টাকা চেয়ে উত্যক্ত করার অভিযোগে এক ছেলে মারধর করেন। সেইসময়কার দৃশ্য এটি।
অনুসন্ধানে ‘বেকার ছেলে সায়ন’ নামক একটি ভারতীয় ফেসবুক ব্যবহারকারীর গত ০৩ ফেব্রুয়ারি প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, দৃশ্যটি গঙ্গারামপুর কালদিঘি পার্কের।
উক্ত স্থানের সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম Times Now খবর এর ওয়েবসাইটে গত ০৪ ফেব্রুয়ারি “সরস্বতী পুজোয় বৃহন্নলা বনাম যুগল! শুয়ে ফেলে ঘুষি, পাল্টা বাঁশ দিয়ে মার, ভাইরাল হল ভিডিও” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের গঙ্গারামপুর কালদিঘি পার্কে এক যুগলের সাথে তৃতীয় লিঙ্গের নারীদের মারধরের দৃশ্য।
এছাড়া, জিও লোকেশনে যুক্ত একটি ভিডিওতে থাকা পুকুরের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে থাকা পুকুরের দৃশ্যেও মিল খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়।
সুতরাং, ভারতে যুবক কর্তৃক তৃতীয় লিঙ্গের নারীদের মারধরের দৃশ্যকে বাংলাদেশে ছাত্রশিবির কর্তৃক হিন্দু নারীদের মারধরের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- বেকার ছেলে সায়ন- Facebook Post
- Times Now খবর- সরস্বতী পুজোয় বৃহন্নলা বনাম যুগল! শুয়ে ফেলে ঘুষি, পাল্টা বাঁশ দিয়ে মার, ভাইরাল হল ভিডিও
- Google Map- Location