এনটিভির ফটোকার্ড নকল করে ব্রাজিলের জুলেরিমে ট্রফি জেতার বিষয়ে মিথ্যা তথ্য প্রচার

সম্প্রতি, ‘দ্য ওয়াশিংটন পোস্ট এর এক গোপন সূত্র থেকে জানা গেছে ব্রাজিলের জেতা তিনটা জুলেরিমে ট্রফি ছিল টাকা দিয়ে কেনা’ শীর্ষক একটি তথ্য মূলধারার গণমাধ্যম এনটিভির আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

Screenshot: Facebook

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে ( আর্কাইভ),  এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।   

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এনটিভি এমন কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রচার করেনি বরং এনটিভির ফটোকার্ড নকল করে ভুয়া এই তথ্যটি প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে এ সংক্রান্ত ছড়িয়ে পড়া পোস্টগুলোতে এনটিভি‘র আদলে তৈরি ফটোকার্ডটি বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায় এই ফটোকার্ডটি প্রচারের তারিখ দেখানো হয়েছে ২৭ জুলাই ২০২৩।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, ‘এনটিভি’-র ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করেও ২৭ জুলাই ২০২৩ তারিখে উক্ত দাবিতে প্রচারিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, এনটিভি ছাড়া অন্য কোনো সংবাদমাধ্যমেও আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

একই বিষয়ে জানতে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটেও অনুসন্ধান করে জুলি রিমে ট্রফি বিষয়ক এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া, বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে এনটিভির স্পোর্টস বিটের স্পেশাল করেসপন্ডেন্ট বর্ষণ কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন, এনটিভিতে এমন কিছু প্রচার করা হয়নি।

মূলত, সম্প্রতি ‘দ্য ওয়াশিংটন পোস্ট এর এক গোপন সূত্র থেকে জানা গেছে ব্রাজিলের জেতা তিনটা জুলেরিমে ট্রফি ছিল টাকা দিয়ে কেনা’ শীর্ষক একটি তথ্য মূলধারার গণমাধ্যম এনটিভির আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচার করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনটিভি এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি যা গণমাধ্যমটির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। তাছাড়া, ওয়াশিংটন পোস্টেও এমন কোনো সংবাদ প্রচার করা হয়নি। 

সুতরাং, এনটিভি’র ফটোকার্ডে নকল করে দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে গোপন সূত্রে ব্রাজিলের জেতা তিনটা জুলেরিমে ট্রফি টাকা দিয়ে কেনা শীর্ষক একটি দাবি ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img