সম্প্রতি “শখের বশে পড়েই বিসিএসে প্রথম হলেন উর্মিতা!” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশিত খবরের আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উর্মিতার বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং ঘটনাটি তিন বছর পূর্বের।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন সংস্করণে ২০১৮ সালের ১৩ জুনে “সিরিয়াসলি না পড়েই বিসিএসে প্রথম হলেন উর্মিতা!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। পাশাপাশি, মেডিভয়েস নামের একটি ওয়েবসাইটেও ঐ একই দিনে “বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হওয়া উর্মিতার গল্প” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনের লেখাটিকে অপরিবর্তিত রেখে অর্থাৎ হুবহু কপি করে তারিখ উল্লেখ ছাড়াই বেনামী অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এছাড়া, সংবাদ মাধ্যম প্রথম আলো-এর অনলাইন সংস্করণে ২০১৮ সালের ২২ জুলাই-এ “বুঝে পড়ার বিকল্প নেই” শিরোনামে উক্ত আলোচিত বিষয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, উর্মিতা দত্ত সার্জারিতে উচ্চতর ডিগ্রি নেওয়ার উদ্দেশ্যে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন। সংবাদমাধ্যমে দেয়া তার সাক্ষাতকার অনুযায়ী তেমন প্রস্তুতি না নিয়েও মোটামোটি পড়াশোনা করেই তিনি বিসিএস এর স্বাস্থ্য ক্যাডারে প্রথম হন। এর আগে উর্মিতা দত্ত ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। চূড়ান্ত পেশাগত পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সর্বোচ্চ নম্বর পেয়ে উর্মিতা প্রধানমন্ত্রী স্বর্ণপদকও লাভ করেছিলেন।
আরো পড়ুনঃ লাক্স সুন্দরীর বিসিএস ক্যাডার হওয়ার খবরটি দুই বছর পুরোনো
উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরে ৩৭তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০১৮ সালের জুন মাসে পিএসসি কর্তৃক চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। সর্বশেষ ২০১৯ সালের মার্চে চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়।
অর্থাৎ, তিন বছর পুরোনো একটি সংবাদকে হুবহু কপি করে তারিখ উল্লেখ ছাড়া অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: শখের বশে পড়েই বিসিএসে প্রথম হলেন উর্মিতা!
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Jugantor: https://www.jugantor.com/national/59774/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%9C%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%89%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE
- Medivoice: https://medivoicebd.com/article/9907
- Prothom Alo: https://www.prothomalo.com/education/%E0%A6%AC%E0%A7%81%E0%A6%9D%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87
- Ministry of Public Administration: https://mopa.gov.bd/site/view/bcs_recruit/37th/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8(%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0)-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8
- Jugantor: https://www.jugantor.com/national/157299/%E0%A7%A9%E0%A7%AD%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8