ইউনিসেফ বাংলাদেশের নামে ভুয়া ঋণের বিজ্ঞপ্তি

ইউনিসেফ বাংলাদেশের নামে ঋণ দেওয়ার দাবি করে একটি ওয়েবসাইট ও অ্যাপ চিহ্নিত করেছে রিউমর স্ক্যানার। এসব মাধ্যমে দাবি করা হচ্ছে, মাত্র ০.৬% সুদে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ওয়েবসাইট ও অ্যাপটিতে “UNICEF Bangladesh Loan Made Easy” শিরোনাম ব্যবহার করা হয়েছে।

উক্ত ওয়েবসাইট লিংক দেখুন এখানে

অ্যাপস লিংক দেখুন এখানে 

ফ্যাক্টেচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউনিসেফ বাংলাদেশ ০.৬% সুদে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে দাবিটি সঠিক নয় বরং প্রতারণার উদ্দেশ্যে ইউনিসেফের নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করে এমন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

পর্যবেক্ষণে দেখা যায়, ‘unicefbd.com’ নামের একটি ওয়েবসাইট ঠিকানা ব্যবহার করে এমন দাবি করা হচ্ছে। ওয়েবসাইটে প্রবেশের পরপরই ‘লগইন’ করার অপশন প্রদর্শিত হয়। সেখানে ক্লিক করলে ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ‘সাইন ইন’ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, নতুন ব্যবহারকারীদের জন্য ‘সাইন আপ’ করার বিকল্পও দেখা যায়।

ডোমেইন বা ওয়েবসাইট ঠিকানা তদারক সংস্থা আইক্যানের (ICANN) ওয়েবসাইটে যাচাই করে দেখা গেছে, কথিত ‘unicefbd.com’ ডোমেইনটি নিবন্ধিত হয়েছে গত ২৩ সেপ্টেম্বর।

Screenshot: ICANN

তবে এটি ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট নয়। ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা হলো www.unicef.org/bangladesh। ইউনিসেফ তাদের সকল কার্যক্রম এবং তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমেই প্রকাশ করে থাকে। পাশাপাশি, unicefbd.com ডোমেইনের সঙ্গে ইউনিসেফের কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম।

এছাড়া, ইউনিসেফ বাংলাদেশ ঋণ দিচ্ছে দাবির সপক্ষে মূল ধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি যাচাইয়ের উদ্দেশ্যে ইউনিসেফ বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজে অনুসন্ধান করে ০.৬% সুদে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে, ইউনিসেফ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে আলোচিত বিষয়ে একটি সতর্কতামূলক পোস্ট দেখা গেছে। পাশাপাশি, তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও ‘সাবধান: ইউনিসেফের নাম ব্যবহার করে প্রতারণামূলক ঋণ প্রস্তাব থেকে সতর্ক থাকুন’ শিরোনামে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Screenshot: Facebook. 

প্রতিবেদনটিতে জানানো হয়েছে, ইউনিসেফ বাংলাদেশ তাদের নাম ব্যবহার করে তৈরি ভুয়া ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসহ নানাবিধ প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে সচেতন। এসব ভুয়া ওয়েবসাইট ও অ্যাপে ইউনিসেফের লোগো এবং ব্র্যান্ডের বিভিন্ন উপকরণ ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এবং তাদের ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। ইউনিসেফ কখনো চাকরির আবেদন বা অন্য কোনো কাজের জন্য অর্থ দাবি করে না এবং কোনো ধরনের ঋণও প্রদান করে না।

ইউনিসেফ তাদের পরিচয়ে কেউ কোনো তথ্য চাইলে তা যাচাই করার জন্য [email protected]এ ইমেইল করার অনুরোধ জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতারকরা ইউনিসেফের লোগো বা নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট বা যোগাযোগের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে। এ ধরনের প্রতারণার উদ্দেশ্য ব্যক্তিগত তথ্য এবং অর্থ হাতিয়ে নেওয়া।

প্রতিবেদনটিতে ইউনিসেফের নামে পরিচালিত প্রতারণামূলক ওয়েবসাইট ও অ্যাপের স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে, যা আলোচিত ওয়েবসাইট ও অ্যাপের সঙ্গে হুবহু মিলে যায়।

Screenshot: UNICEF Bangladesh

সুতরাং, ইউনিসেফ বাংলাদেশ মাত্র ০.৬% সুদে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা ঋণ দিচ্ছে দাবিতে প্রচারি তথ্যটি সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img