গত ৪ নভেম্বর Al Minar নামের ইউটিউব চ্যানেলে “সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিলো জাতিসংঘো সেনাবাহিনীর অধীনে নির্বাচন চূড়ান্ত” শিরোনামে এবং থাম্বনেইলে একটি ভিডিও (আর্কাইভ) প্রকাশ করা হয়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়ার কোনো ঘটনা ঘটেনি এবং সেনাবাহিনীর অধীনে নির্বাচনের কোনো সিদ্ধান্তও হয়নি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন দুইটি ঘটনার ভিডিও ক্লিপ যুক্ত করে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ১৪ মিনিট ৫২ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যায়, ভিডিওটির শুরুতে দুইটি ভিডিওর খণ্ডাংশ দেখানো হয়। পরবর্তীতে ভিডিওটিতে চ্যানেলটির উপস্থাপক আলোচিত ভিডিওটির উদ্দেশ্যে দুটি ভিডিও দেখান, যেগুলোতে ভয়েজ বাংলার প্রতিষ্ঠাতা সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং অনলাইন এক্টিভিস্ট এম রহমান মাসুমের বক্তব্য রয়েছে।
প্রথম ভিডিও যাচাই
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে গত ৩ নভেম্বর Voice Bangla নামক একটি ইউটিউব চ্যানেলে ” সরকারের পদত্যাগের আলটিমেটাম এবং বিএনপির আন্দোলনে সমর্থন ইসলামী আন্দোলনের I Voice Bangla” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Video Comparison : Rumor Scanner
৬ মিনিট ৩১ সেকেন্ডের এই ভিডিওটি পর্যবেক্ষন করে দেখা যায় মোস্তফা ফিরোজ গত ৩ নভেম্বর দৈনিক মানবজমিনে “১০ই নভেম্বরের মধ্যে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম, বিরোধীদের আন্দোলনে সমর্থন ঘোষণা ইসলামী আন্দোলনের” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন।
এছাড়া, গত ৩ নভেম্বর জাতীয় দৈনিক প্রথম আলোতে “রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরও একটি প্রতিবেদন পড়ে শোনান তিনি।
মোস্তফা ফিরোজের এই ভিডিওটি কোনো প্রকার প্রাসঙ্গিকতা ছাড়াই আলোচিত দাবির ভিডিওটির সাথে যুক্ত করা হয়েছে। এছাড়া উক্ত দাবি সম্পর্কে দেশীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
দ্বিতীয় ভিডিওটি যাচাই
অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গত ৩ নভেম্বর Channel US Bangla নামক একটি ইউটিউব চ্যানেলে “কেমন গেলো হরতাম অবরোধ” শীর্ষক শিরোনামে প্রকাশিত এম রহমান মাসুমের মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে থাকা তথ্যের সাথে আলোচিত ভিডিওটির দাবির কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটিতে ভিন্ন ভিন্ন ঘটনার যে ভিডিও ক্লিপগুলো যুক্ত করা হয়েছে সেগুলোতে জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়ার এবং সেনাবাহিনীর অধীনে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত বিষয়ক কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, আন্তর্জাতিক এবং বাংলাদেশের মূলধারার কোনো গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে জাতিসংঘ কর্তৃক সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া ও সেনাবাহিনীর অধীনে নির্বাচন চূড়ান্ত বিষয়ক কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলন করে আসছে। এরই প্রেক্ষাপটে Al Minar নামক একটি ইউটিউব চ্যানেলে “সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিলো জাতিসংঘো সেনাবাহিনীর অধীনে নির্বাচন চূড়ান্ত” শীর্ষক থাম্বনেইল এবং শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। অধিকতর ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়। এছাড়া, নির্ভরযোগ্য কোনো সূত্রেও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশ সরকারকে জাতিসংঘ কর্তৃক পদত্যাগের আল্টিমেটাম দেওয়া এবং সেনাবাহিনীর অধীনে নির্বাচন চূড়ান্ত হওয়া সংক্রান্ত দাবিগুলো মিথ্যা।
তথ্যসূত্র
- Voice Bangla: YouTube Channel
- Manabzamin : ১০ই নভেম্বরের মধ্যে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম, বিরোধীদের আন্দোলনে সমর্থন ঘোষণা ইসলামী আন্দোলনের
- Prothom Alo : রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান
- Channel US Bangla: YouTube Channel