ভিডিওটি ইউক্রেন-রাশিয়া মহাযুদ্ধের নয়, এটি লেবাননে বিস্ফোরণের পুরোনো ভিডিও

সম্প্রতি, “মহাযুদ্ধ আশার আলো দেখা যাচ্ছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সম্প্রতি ইউক্রেন রাশিয়ার সংঘাতকালীন সময়ে সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।

লেবানন

প্রচারিত ভিডিওটি দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের  যুদ্ধের কোনো ভিডিও নয় বরং এটি ২ বছর পূর্বে লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের একটি ভিডিও।

ভিডিও যাচাই

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘Al Arabiya English’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৯ আগস্টে “Beirut explosion seen from the top of a building” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, কানাডা ভিত্তিক সংবাদ মাধ্যম ‘Global News’ এর অনলাইন সংস্করণে ২০২০ সালের ৭ আগস্টে “What the Beirut blast might’ve looked like in Toronto, Vancouver or Montreal” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ভিডিও সম্পর্কিত বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়।

অডিও যাচাই

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যম ‘TV9BanglaLive’ এর ইউটিউব চ্যানেলে গত ২৮ ফেব্রুয়ারিতে “Ukraine Russia War | মহাযুদ্ধে আশার আলো, বেলারুশ সীমান্তে আলোচনায় ইউক্রেন, রাশিয়া’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সাথে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওতে সংযুক্ত অডিও এর মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০২০ সালের ৪ আগস্টে লেবাননের বৈরুত বন্দরের গুদামে সংরক্ষিত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে লাগা আগুনের ফলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ বিস্ফোরণে কমপক্ষে ২১৮ জন নিহতসহ প্রায় ৭,০০০ জন আহত হয় এবং শহরের কিছু অংশ বিধ্বস্ত হয়। বৈরুত বন্দরের ঐ বিস্ফোরণের মূহুর্তে  ধারণকৃত একটি ভিডিওতে ভিন্ন একটি অডিও যুক্ত করে বর্তমানে ইউক্রেন রাশিয়ার সংঘাত চলাকালে মহাযুদ্ধের দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ২০২০ সালের ০৪ আগস্টে লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের ভিডিওতে ভিন্ন একটি অডিও যুক্ত করে সম্প্রতি ইউক্রেন-রাশিয়ার সংঘাত চলাকালে মহাযুদ্ধের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: মহাযুদ্ধ আশার আলো দেখা যাচ্ছে
  • Claimed By: TikTok users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Global news: What the Beirut blast might’ve looked like in Toronto, Vancouver or Montreal
  2. Al Arabiya English: Beirut explosion seen from the top of a building 
  3. BBC News: Beirut port explosion investigation suspended for second time 
  4. TV9BanglaLive: Ukraine Russia War | মহাযুদ্ধে আশার আলো, বেলারুশ সীমান্তে আলোচনায় ইউক্রেন, রাশিয়া

আরও পড়ুন

spot_img