সম্প্রতি “যদি বেঁচে ফিরি, দেখা হবে প্রিয়..যদি না ফিরি, মনে রেখো’হেরে গেছি, পালিয়ে যাইনি যুদ্ধক্ষেত্র থেকে’ আবার কখনো দেখা হবে হয়তো অন্য পৃথিবীতে, যেখানে ক্ষমতার লড়াই থাকবেনা, থাকবে শুধু ভালোবাসা Ukraine Military” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনার নয় বরং এটি কয়েক বছর পূর্বে কোনো এক সামরিক বাহিনীর সদস্যদের তাদের পরিবারের সদস্যদের সাথে আলিঙ্গনের আবেগঘন মূহুর্তের ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, “David G” নামের মেক্সিকান একটি ফেসবুক পেজ হতে ২০২০ সালের ৬ জানুয়ারিতে “Dios los cuide y proteja” (Translation: God bless and protect you) শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া, একই বছরের ৮ জানুয়ারিতে “Latinos en Orlando FL” নামের ফেসবুক পেজ থেকে “Sin palabras” (Translation: Speechles) শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
মূলত, রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে ভিডিওটির মূল উৎস খুঁজে বের করা না গেলেও এটি নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতকালীন ধারণকৃত নয়। কারণ উক্ত ভিডিওটি ২০২০ সাল হতে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শিরোনামে সামাজিক মাধ্যমে প্রচার হয়ে আসছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, কয়েক বছর পূর্বে কোনো এক সামরিক বাহিনীর সদস্যদের তাদের পরিবারের সদস্যদের সাথে আলিঙ্গনের আবেগঘন মূহুর্তের দৃশ্যকে বর্তমানে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের সৈন্যদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে তাদের পরিবারের সদস্যদের সাথে আলিঙ্গন করার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: যদি বেঁচে ফিরি, দেখা হবে প্রিয়..যদি না ফিরি, মনে রেখো’হেরে গেছি, পালিয়ে যাইনি যুদ্ধক্ষেত্র থেকে’ আবার কখনো দেখা হবে হয়তো অন্য পৃথিবীতে, যেখানে ক্ষমতার লড়াই থাকবেনা, থাকবে শুধু ভালোবাসা Ukraine Military
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- David G Facebook Page: https://www.facebook.com/DavidGOOficial/videos/600637890711729 | Archive Link – https://perma.cc/Y3AJ-RYJB
- Latinos en Orlando FL Facebook Page: https://www.facebook.com/latinosenorlandoFLO/videos/803445483455985 | Archive Link – https://perma.cc/4XRF-48YQ