ছবিটি সুরমা নামের কোনো পাহাড়ের নয়

সম্প্রতি, “এটি হলো সুরমা পাহাড়, আমরা যা চোখে দেই” শীর্ষক তথ্য সম্বলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সুরমা নামের পাহাড়ের নয় বরং এটি উহুদ পাহাড়ের ছবি।

ছবি যাচাই

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, Dr. Saleh Almadani নামের একটি টুইটার একাউন্টে ২০১৬ সালের ২ মার্চে প্রকাশিত এক টুইটে একই ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত টুইটের শিরোনামে ছবিটিকে উহুদ পাহাড় হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে উহুদ পাহাড়ের ভিন্ন ভিন্ন কোণ থেকে তোলা একাধিক ছবির সাথে আলোচিত ছবিটির তুলনা করে মিল খুঁজে পাওয়া যায়।। এমন কিছু ছবি দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

Screenshot from aleqt website

মূলত, আলোচিত ছবির পাহাড়টির নাম উহুদ পর্বত। এটি সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত এবং এর উচ্চতা ১,০৭৭ মিটার (৩,৫৩৩ ফিট)। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার উহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্ন স্থানেই সংঘটিত হয়েছিলো। সৌদি আরবে অবস্থিত উহুদ পাহাড়ের এই ছবিই বর্তমানে সুরমা পাহাড় দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

তথ্য বিশ্লেষণ

সুরমার উৎপত্তি নিয়ে প্রচলিত একটি ধারণা রয়েছে, তা হলো,”নবী মুসা (আ.) যখন তুর পাহাড়ে আল্লাহকে স্বচক্ষে দেখতে চেয়েছিলেন, তখন আল্লাহর তাজাল্লিতে পাহাড় ভস্ম হয়ে গিয়েছিলো। সেই ভস্মীভূত পাহাড় থেকেই সুরমার উৎপত্তি হয় এবং একারণেই তুর পাহাড়কে সুরমা পাহাড় বলে ধারণাটি প্রচলিত রয়েছে।”

তবে প্রচলিত এই তথ্যটির সত্যতা পাওয়া যায়নি।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, মাসিক আলকাউসার নামের একটি ওয়েবসাইটে ‘একটি ভুল তথ্য : সুরমা কি তুর এর তাজাল্লী থেকে সৃষ্টি?‘ শীর্ষক শিরোনামে ‘প্রচলিত ভুল‘ ট্যাগে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে সুরমা এবং তুর পাহাড়ের প্রচলিত ধারণা নিয়ে বলা হয়,

এটা সম্পূর্ণ ভুল ধারণা। সুরমা একটি খণিজ দ্রব্য। এর সাথে তুর পাহাড়ের কোনো সম্পর্ক নেই। মুসা আ.-এর আল্লাহকে দেখার ইচ্ছা ও তুর পাহাড়ের মূল ঘটনাটি সত্য। কুরআন মজীদে এর পূর্ণ বিবরণ রয়েছে। (সূরা আ‘রাফ : ১৪৩ দ্রষ্টব্য) কিন্তু কোথাও এই ঘটনার সাথে সুরমাকে জড়িয়ে দেওয়ার কথাটির সামান্যতমও উল্লেখ নেই। অতএব এই ধরনের কথা পরিহার করা জরুরি।

Screenshot from Alkawser website

তাছাড়া, তুর পাহাড় এবং সুরমা নিয়ে প্রচলিত এই ধারণাটির নির্ভরযোগ্য কোনো সূত্র খুঁজে পাওয়া যায় নি।

আরো পড়ুনঃ ১৪০০ বছর পুরোনো ঝুলন্ত পাথর নয়, এটি একটি ভাস্কর্য

মূলত, সুরমা হচ্ছে এক ধরণের খনিজ পদার্থ। এই খনিজ পদার্থটির মূল উপাদান হলো লেড সালফাইড। সুরমা তৈরিতে রাসায়নিক এই লেড সালফাইড ব্যবহার করা হয়। সুরমা তৈরির উদ্দেশ্যে প্রথমেই লেড সালফাইডকে চূর্ণ করে নিতে হয়, তারপর বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে চোখে ব্যবহারের জন্য সুরমা প্রস্তুত করা হয়। অর্থাৎ, এর সাথে তুর পাহাড়ের কোনো সম্পর্ক নেই।

সুরমা
Screenshot from National Center for Biotechnology Information website

উল্লেখ্য, তুর পাহাড় মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে অবস্থিত যার অপর নাম সিনাই পর্বত। এটি আল্লাহর সাথে হযরত মুসা (আ.) এর সাক্ষাতের স্থান হিসেবে ঐতিহাসিকভাবে স্বীকৃত। আরবের বেদুইন ও খ্রীষ্টান ধর্মাবলম্বীদের নিকটও একটি ঐতিহ্যবাহী স্থান এই পাহাড়টি। তুর পাহাড়ে হযরত মুসা (আ.) আসমানি কিতাব তাওরাত লাভ করেছিলেন যা ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন শরীফের সূরা আ‘রাফ-এ উল্লেখ রয়েছে।

সুতরাং, সৌদি আরবে অবস্থিত উহুদ পাহাড়ের একটি ছবিকে বর্তমানে সুরমা পাহাড় দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: এটি হলো সুরমা পাহাড়, আমরা যা চোখে দেই
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Dr. Saleh Almadani tweet: https://twitter.com/drsalehm/status/704773334861541377
  2. Flicker:  https://www.flickr.com/photos/52374305@N06/12146018296
  3. Google Images: https://images.app.goo.gl/SRbELVJpKSJ7p3dv8
  4. Aleqt: https://www.aleqt.com/2015/12/30/article_1017780.html  
  5. Alarabiya:  IN PICTURES: What you didn’t know about Mount Uhud in Saudi Arabia | Al Arabiya English
  6. Alkawser:  https://www.alkawsar.com/bn/article/447/
  7. Samakal: সুরমার টান
  8. Pubchem: Lead(II) sulfide | PbS – PubChem
  9. Mount Uhud: https://en.wikipedia.org/wiki/Mount_Uhud
  10. Sinaai Mountain: সিনাই পর্বত – উইকিপিডিয়া

আরও পড়ুন

spot_img