১৪০০ বছর পুরোনো ঝুলন্ত পাথর নয়, এটি একটি ভাস্কর্য

“ঝুলন্ত পাথর গুলো নবী সাঃ ১৪০০ বছর আগে বেধে রেখেছিলেন, সেগুলো এখনো ঝুলে আছে” শীর্ষক শিরোনামে একটি ঝুলন্ত পাথরের ছবি বিগত কয়েকবছর যাবত সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি মহানবী সাঃ কর্তৃক ১৪০০ বছর পূর্বে বেঁধে রাখা কোন পাথর নয় বরং এটি মিশরের কায়রো বিমানবন্দরে অবস্থিত একটি ভাস্কর্য।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, স্টক ফটো ওয়েবসাইট ‘Alamy’ তে “trompe l’oeil sculpture by Sha’ban Abbas, 2008, at Terminal 3, Cairo Airport, Egypt” শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। সেখানে ছবির বিবরণী হতে জানা যায় এটি মিশরের কায়রো বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে অবস্থিত একটি ভাস্কর্য যেটি ২০০৮ সালে মিশরের জনপ্রিয় ভাস্কর শাবান আব্বাস তৈরি করেছিলেন।

Screengrab from Alamy

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চের সহায়তায় মিশরের চারুকলা বিষয়ক সরকারি ওয়েবসাইটে শাবান আব্বাসের জীবনি খুঁজে পাওয়া যায় এবং অফিশিয়াল সংগ্রহশালা অংশে বিভিন্ন শিল্পকর্ম-যাদুঘরের নামের পাশাপাশি মিশরের কায়রো বিমানবন্দরের নাম উল্লেখ রয়েছে।

Screengrab from Fineart.gov.eg

এছাড়াও, Cairo Scene এবং Mandy News নামের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভাস্কর্যটির বেশ কিছু ছবি লক্ষ্য করা যায়।

পাথর
Screengrab from MandyNews

প্রসঙ্গত, একই দাবি সহিত অন্য একটি পাথরের ছবি পূর্বেও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

অর্থাৎ, মিশরের কায়রো বিমানবন্দরে অবস্থিত একটি ভাস্কর্য ১৪০০ বছর ধরে শুন্যে ভাসমান পাথর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ঝুলন্ত পাথর গুলো নবী সাঃ ১৪০০ বছর আগে বেধে রেখেছিলেন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Alamy: https://www.alamy.com/stock-photo-trompe-loeil-sculpture-by-shaban-abbas-2008-at-terminal-3-cairo-airport-25539941.html
  2. Govt SIte: http://www.fineart.gov.eg/arb/CV/CV.asp?IDS=910
  3. Cairo Scene: https://cairoscene.com/LifeStyle/Things-Everyone-Does-at-Cairo-International-Airpor
  4. Mandy News: https://mandynews.com/my-visit-to-controversial-cairo-airport-stone-sculpture-photos/

আরও পড়ুন

spot_img