ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সাধারণ মানুষের সরকারি সোলার প্ল্যান্ট ভেঙে ফেলার দাবিটি মিথ্যা

সম্প্রতি, ‘ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সরকারি সোলার ভেঙে ফেলছে সাধারণ মানুষ’ – এই দাবিতে একটি ভিডিও ও একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ছবি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামের প্রচারিত ছবি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সাধারণ মানুষের সরকারি সোলার প্ল্যান্ট ভেঙে ফেলার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারতের মহারাষ্ট্রের চালিসগাঁওয়ে অবস্থিত একটি ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র বেতন না পাওয়ার কারণে সেই প্ল্যান্টের কর্মরত শ্রমিকরা ভাঙচুর করেছিল। উক্ত ঘটনার ভিডিও দিয়ে সম্প্রতি আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। তাছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সেই সময়ের ঘটনার ভিডিও থেকে ফ্রেম নিয়ে এআই প্রযুক্তি দিয়ে মডিফাই করা হয়েছে।

ভিডিও যাচাই

ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমজে সার্চ করে ভারতভিত্তিক ‘Climate Samurai’ নামের ইউটিউব চ্যানেলে ২০২৮ সালের ১৫ ফেব্রুয়ারি ‘Solar Modules at 100 Mw solar plant in Maharashtra destroyed due to non payment of wages’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি থেকে জানা যায়, শ্রমিকদের মজুরি পরিশোধ না করায় ভারতের মহারাস্ট্রের চালিসগাঁওয়ে অবস্থিত ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের সৌর প্যানেল ভাঙচুর করা হয়েছিল।

Comparison : Rumor Scanner

সেই সময় তাদের ওয়েবসাইটেও একই তথ্যে ভিডিওটি প্রচার করা হয়। তাছাড়া, ‘Horizon 4 electronics’ নামের ইউটিউব চ্যানেলেও মহারাষ্ট্রের ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রে মজুরি পরিশোধ না করার কারণে ভাঙচুর করা হয়েছে দাবিতে ভিডিওটি প্রচার করতে দেখা যায়।

‘Go News 24×7 India’ এর ইউটিউব চ্যানেলে এই বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সংবাদটি থেকে জানা যায়, ভারতের মহারাষ্ট্রের চালিসগাঁওয়ে অবস্থিত ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বেতন না পাওয়ার কারণে সেই প্ল্যান্টে কর্মরত শ্রমিকরাই ভাঙচুর করেছে।

অর্থাৎ, ভারতের মহারাষ্ট্রের চালিসগাঁওয়ে অবস্থিত ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বেতন না পাওয়ার কারণে সেই প্ল্যান্টে কর্মরত শ্রমিকরাই ভাঙচুর করেছিল। 

ছবি যাচাই

আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি রিভার্স সার্চের মাধ্যমে ভারত ভিত্তিক ‘Climate Samurai’ নামের ইউটিউব চ্যানেলে ২০২৮ সালের ১৫ ফেব্রুয়ারি ‘Solar Modules at 100 Mw solar plant in Maharashtra destroyed due to non payment of wages’ শিরোনামে প্রচারিত একটি  ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি নির্দিষ্ট ফ্রেমের সাথে আলোচিত ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

তবে, ভাঙচুর করা লোকটির পোশাক, পায়ের জুতা এবং হাতে থাকা হাতুড়ির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। আমাদের পর্যবেক্ষণে আলোচিত ছবিটি ভিডিও থেকে ফ্রেম নিয়ে এইআই দিয়ে মডিফাই করা হয়েছে বলে প্রতীয়মান হয়।

Comparison : Rumor Scanner

বিষয়টি আরও নিশ্চিত হতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট সাইটইঞ্জিনে পরীক্ষা করা হয়। ওয়েবসাইটটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৬ শতাংশ।

Screenshot From Sightengine

গুজবটি সম্পর্কে 

এই বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান অল্ট নিউজ (Alt News), SM HoaxSlayer এবং ভারতের সংবাদ মাধ্যম ‘ThePrint’ -এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ২০১৮ সালেও ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছিল যে, বিজেপি সাংসদ অশোক সাক্সেনা বলেছেন, সৌরশক্তি ব্যবহার করলে সূর্যদেব রুষ্ট হন, আর এ কারণেই বিজেপি সমর্থকরা সৌর প্যানেল ধ্বংস করছে। তবে, প্রতিবেদনগুলো জানায়, অশোক সাক্সেনা নামে কোনো বিজেপির কোনো সাংসদ নেই এবং উল্লিখিত দাবিটিও সত্য নয়। প্রকৃতপক্ষে, শ্রমিকদের মজুরি বকেয়া থাকায় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মহারাষ্ট্রের চালিসগাঁওয়ে অবস্থিত একটি ১০০ মেগাওয়াট সৌর প্ল্যান্টে এই ভাঙচুর হয়েছিল

সুতরাং, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারতের মহারাষ্ট্রের চালিসগাঁওয়ে অবস্থিত একটি ১০০ মেগাওয়াট সৌর প্ল্যান্টে বেতন না পাওয়ার কারণে সেই প্ল্যান্টে কর্মরত শ্রমিক কর্তৃক ভাঙচুরের ঘটনাকে সম্প্রতি ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সাধারণ মানুষ সরকারি সোলার প্ল্যান্ট ভেঙে ফেলছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img