গতবছরের ১৪ জুলাই দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের প্রেক্ষিতে ‘মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন? তার মানে মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা মেধাবী না। যত রাজাকারের বাচ্চারা, নাতি-পুতিরা হলো মেধাবী।’ শীর্ষক মন্তব্য করে ফেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসময় তার মন্তব্যটি ব্যাপক সমালোচিত হয়। সেদিন রাতেই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে রাজাকার-রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার-স্বৈরাচার’ শীর্ষক স্লোগান দিতে শুরু করেন। যেটি পরবর্তীতে আন্দোলনের অন্যতম একটি স্লোগানে পরিণত হয়। সম্প্রতি, উক্ত স্লোগানের মত কিছুটা ভিন্ন আরেকটি স্লোগানের ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে সড়ক অবরোধ করে আন্দোলনকারীদের ‘তুমি কে আমি কে রাজাকার-রাজাকার, কে বলেছে কে বলেছে, চাঁদাবাজ চাঁদাবাজ’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘তুমি কে আমি কে রাজাকার-রাজাকার, কে বলেছে কে বলেছে, চাঁদাবাজ চাঁদাবাজ’ শীর্ষক স্লোগান দেওয়ার ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে আন্দোলনের ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। এতে ভিডিওটিতে কিছু এআই সংক্রান্ত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওতে দেখতে পাওয়া আন্দোলনকারীরা যখন হাত উঁচু করে স্লোগান দেয় তখন তাদের হাতে ডিস্টরশন লক্ষ্য করা যায়। পাশাপশি ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামের একটি জলছাপ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ‘Veo’ গুগলের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্যও ৮ সেকেন্ড।

পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ক্যান্টিলাক্সে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ বলে ফলাফল আসে।

এছাড়াও ভিডিওটি পর্যালোচনায় এতে দেখতে পাওয়া বিল্ডিংগুলোর একটিতে DHAKA লেখা বিলবোর্ড দেখতে পাওয়া যায়। কিন্তু কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো সূত্রে ঢাকা বা ঢাকার বাইরে এতবড় আন্দোলন সংগঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। ‘তুমি কে আমি কে রাজাকার-রাজাকার, কে বলেছে কে বলেছে, চাঁদাবাজ চাঁদাবাজ’ শীর্ষক স্লোগান দেওয়ার বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে ‘তুমি কে আমি কে রাজাকার-রাজাকার, কে বলেছে কে বলেছে, চাঁদাবাজ চাঁদাবাজ’ শীর্ষক স্লোগানে দেশে সাম্প্রতিক সময়ে হওয়া আন্দোলনের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Cantilux
- Rumor Scanner’s Analysis