সম্প্রতি রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপরেই সুনামির সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে, রাশিয়ার সুনামির আঘাত হানার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি রাশিয়ায় সুনামির আঘাতের দৃশ্য নয় বরং, প্রচারিত ভিডিওটি ২০১৭ সালের জুন মাস গ্রিনল্যান্ডে সুনামির আঘাতের দৃশ্যের।
অনুসন্ধানে ‘Newsflare’ নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১০ মে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ডেসক্রিপশন থেকে জানা যায়, প্রচারিত ভিডিওটি ২০১৭ সালের জুন মাসে গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলে সুনামির আঘাত হানার দৃশ্য।
একই তথ্যে উক্তি ভিডিওটি ‘Licet Studios’ নামক আরেকটি ইউটিউব চ্যানেল থেকেও ২০২১ সালের ০৯ এপ্রিল প্রকাশ করা হয়।
এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৮ জুন “Four missing after tsunami strikes Greenland coast” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ জুন গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলে সুনামির আঘাতে চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া, জলের তীব্রতা নুগাতসিয়াক গ্রামের ১১টি বাড়ি ভেসে গেছে বলেও জানা গেছে।
সুতরাং, ২০১৭ সালের জুন মাসে গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলে সুনামির আঘাতের দৃশ্যকে সম্প্রতি রাশিয়ায় সুনামির আঘাত হানার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Newsflare- YouTube Video
- Licet Studios- YouTube Video
- BBC- Four missing after tsunami strikes Greenland coast