সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী সাদিয়া আয়মানের ছবি দাবিতে ‘জাতির ক্রাশ প্রিয় ভাইরাল অভিনেত্রী সাদিয়া আয়মান’ ক্যাপশনে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো অভিনেত্রী সাদিয়া আয়মানের নয়। প্রকৃতপক্ষে, একজন ভারতীয় অভিনেত্রীর ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে উক্ত দাবিতে প্রচারিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অভিনেত্রী সাদিয়া আয়মানের ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট যাচাই করে আলোচিত ছবিগুলো খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে, telugu shoutouts নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ০২ জুলাই প্রকাশিত পোস্টে একটি কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর সাথে প্রচারিত ছবিগুলোর আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত ছবিগুলোর সাথে এসব ছবিতে থাকা ব্যক্তির পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সবকিছুর মিল রয়েছে কিন্তু ছবিগুলোতে থাকা নারীদের চেহারা ভিন্ন।
পোস্টটির ক্যাপশনে থাকা ‘@inayasulthanaofficial’ সূচক মেনশনের সূত্র ধরে ভারতীয় অভিনেত্রী দৌলত সুলতানার Doulath Sulthana নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২৮ জুন প্রকাশিত কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর সাথে আলোচিত ছবিগুলোর আংশিক মিল রয়েছে।

ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয়, দৌলত সুলতানার এসব ছবিতে তার মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সাদিয়া আয়মানের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
সুতরাং, অভিনেত্রী সাদিয়া আয়মানের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।
তথ্যসূত্র
- Sadia Ayman – Facebook Page, Instagram Account
- telugu shoutouts – Instagram Post
- Doulath Sulthana – Instagram Post