দক্ষিণ আফ্রিকার পুরোনো ভিডিওকে তুরস্কের সুনামির দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি ‘ভূমিকম্পের জোরে প্রবল সুনামি তুরস্কে৷’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ভারতীয় গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে।

Screenshot: aajtak

ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন আজটাক.ইন। আর্কাইভ দেখুন এখানে

Screenshot: youtube aajtak

গণমাধ্যমটির ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে। 

Screenshot:facebook

ফেসবুকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভূমিকম্পের জোরে তুরস্কে সুনামি হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে ধারণ করা ভিডিও।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Expresso Show নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৪ মার্চ ‘Massive waves shut down Durban North Beach‘ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Expresso Show 

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভিডিওটি ২০১৭ সালের ১২ মার্চ ধারণকৃত। সেসময় দক্ষিণ আফ্রিকার নর্থ বীচ বিশাল আকৃতির ঢেউয়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল।

পাশাপাশি SUN Newspapers নামের আরেকটি ইউটিউব চ্যানেলেও ২০১৭ সালের ১৩ মার্চ ‘Durban beach closed due to high waves DRAMATIC AERIAL VIDEO‘ শীর্ষক শিরোনামে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: SUN Newspapers

এই ভিডিওগুলোর সঙ্গে তুরস্কের ভূমিকম্পের জেরে সুনামির দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

Image: Comparison of two images

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভোরে সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ান্তেপ শহরে সংঘটিত এই ভূমিকম্পের পরে তুরস্কে সুনামি হওয়ার ব্যাপারে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, ২০১৭ সালের ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার ডারবানের নর্থ বীচ বিশাল আকৃতির ঢেউয়ের কারণে বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ধারণকৃত  একটি ভিডিওকে গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে সংঘটিত ভূমিকম্পের জেরে প্রবল সুনামি হওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানের এক বীচে ধারণ করা একটি ভিডিওকে তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img