গত ৩০ জুলাই ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে সম্প্রতি, ট্রাম্পের শুল্ক সম্পর্কিত বক্তব্যের বিপরীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো উত্তর দেননি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ট ট্রাম্প একটি পোস্ট করেছেন দাবিতে দেশীয় গণমাধ্যমগুলোতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে দাবি করা হয় ট্রাম্প পোস্টটিতে ‘আমি বিশ্বাস করতে পারছি না যে প্রধানমন্ত্রী মোদি এখনও আমার টুইট, বিবৃতি বা শুল্ক সম্পর্কিত বক্তব্যের কোনও উত্তর দেননি। আমরা ভারতকে অনেক বড় বড় চুক্তি, প্রতিরক্ষা সহায়তা দিয়েছি, তবুও তিনি সম্পূর্ণ নীরব। এমনকি একটা ধন্যবাদও আসেনি। ভুলে যাবেন না, আমিই সেই ব্যক্তি যিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করেছিলাম। অন্য কেউ এটা করতে পারতো না। অনেকেই বলেছিল এর জন্য আমার নোবেল পুরষ্কার পাওয়া উচিত ছিল। আমেরিকান কর্মীরা ক্ষতিগ্রস্ত হলেও ভারত প্রথম থেকেই লাভবান হচ্ছে। আমি সবসময় মোদিকে পছন্দ করি। কিন্তু এই ধরণের অসম্মান ভোলার নয়। ব্যবসার জন্য খারাপ। বন্ধুত্বের জন্য খারাপ। ‘ শীর্ষক কথাগুলো লিখেছেন।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন মানবজমিন, একুশে টিভি, আমাদের সময় এবং ঢাকা ওয়াচ।
এছাড়াও একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে,সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা ট্রাম্পের কোনো একটি পোস্টের স্ক্রিনশট ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত পোস্টটি তৈরি করা হয়। গণমাধ্যমগুলোতে ভুয়া ওই পোস্টটির বরাতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ট্রাম্পের পোস্টটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ডোনাল্ড ট্রাম্পের কথিত ওই পোস্টটির একটি স্ক্রিনশটটি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশটের দাবি অনুযায়ী, এটি ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের একটি পোস্ট।

তবে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের অ্যাকাউন্ট পর্যালোচনা করে এমন কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি। এছাড়াও কোনো নির্ভরযোগ্য সূত্রে ট্রাম্পের আলোচিত পোস্টটি করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যা থেকে ধারণা করা যাচ্ছে, ট্রাম্পের ট্রুথ সোশ্যালের অ্যাকাউন্টের কোনো একটি পোস্টের স্ক্রিনশট নিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সেটি সম্পাদনার মাধ্যমে আলোচিত পোস্টটি তৈরি করা হয়েছে।
এছাড়াও স্ক্রিনশটটিকে ভুয়া ছবি যাচাইকারী ওয়েবসাইট Fake Image Detector-এ পরীক্ষা করা হলে স্ক্রিনশটটি কম্পিউটারের সহায়তায় তৈরি বলে জানা যায়।

অর্থাৎ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল উক্ত ভুয়া পোস্টের স্ক্রিনশটের বরাতে দেশিয় গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করা হয়।
সুতরাং, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে নরেন্দ্র মোদীর সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করার দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি ভুয়া।
তথ্যসূত্র
- Truth Social Donald Trump Account
- Fake Image Detector
- Rumor Scanner’s Analysis