ডোনাল্ড ট্রাম্প ২৬ মে বাংলাদেশের সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেননি

সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামী ২৬ মে বাংলাদেশে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। 

উক্ত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ২৬ মে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বাংলাদেশের নির্বাচনের ঘোষণা দেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

আলোচিত টিকটক পোস্টে ডোনাল্ড ট্রাম্পের যে ছবি ব্যবহার করা হয়েছে তার বিষয়ে অনুসন্ধানে গত ৩১ জানুয়ারি আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজের ওয়েবসাইটে “Here are all the changes Donald Trump signed off on during his first day as US president” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি ধারণের সময়ের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: ABC News

উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে প্রায় ৫০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তবে এগুলোর মধ্যে বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত কোনো বিষয় ছিল বলে উল্লেখ পাওয়া যায়নি এই প্রতিবেদন। ট্রাম্প এই নির্বাহী আদেশে অভিবাসন নীতিতে কঠোরতা, ওবামাকেয়ার বিলোপের প্রক্রিয়া শুরু এবং ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার ঘোষণা করেন।

এ বিষয়ে আরো অনুসন্ধানে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমসহ নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। তাছাড়া, বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন। বাইরের কোনো দেশ বা রাষ্ট্রপ্রধানের এই ঘোষণার এখতিয়ার নেই।

সুতরাং, ডোনাল্ড ট্রাম্প আগামী ২৬ মে বাংলাদেশে নির্বাচন হওয়ার ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img