চা বাগানের ছবিটি চীনের জিনহুয়া সিটির, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নয়

সম্প্রতি “আমাদের বাংলাদেশেরই একটি চা-বাগান। বেশ দৃষ্টি নন্দিত। বাগানটির নাম, কোদালা চা বাগান, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।” শীর্ষক শিরোনামের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত ছবিটি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানের ছবি নয় বরং ছবিটি চীনের ঝেজিয়াং প্রদেশের জিনহুয়া শহরের একটি চা বাগানের ছবি।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে চীনের আন্তর্জাতিক গণমাধ্যম CGTN (China Global Television Network) এর ভেরিফাইড টুইটার একাউন্টে ২০২১ সালের ১৯ এপ্রিল “Workers are pictured picking spring tea in a tea garden in east #China’s Jinhua City, Zhejiang Province, ahead of the sixth Chinese solar term Guyu, or the Grain Rain” শীর্ষক শিরোনামের একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চা বাগান দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি চীনের ঝেজিয়াং প্রদেশের জিনহুয়া সিটির একটি চা বাগানের ছবি।

এছাড়াও চীনের স্থানীয় গণমাধ্যম INews এ ২০২১ সালের ২০ এপ্রিল “উয়ি, ঝেজিয়াং: “গু ইউকিয়ান চা” পান” (অনুবাদিত) শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ছবির সাথেও রাঙ্গুনিয়ার চা বাগান দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

এছাড়াও চীনের অন্যান্য গণমাধ্যমেও জিনহুয়া সিটির এই চা বাগানটি নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এটি চীনের একটি জৈব চা বাগান। এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না এজন্য বেশ জনপ্রিয়। প্রতিবেদনে চা কিভাবে এবং কখন সংগ্রহ করা হয় এ বিষয়েও বলা হয়।

মূলত, ছবিটি চীনের ঝেজিয়াং প্রদেশের জিনহুয়া সিটির চা বাগানের ছবি। এই চা বাগানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না জন্যে এটি বেশ জনপ্রিয়। চীনের আন্তর্জাতিক গণমাধ্যম CGTN এর টুইটার একাউন্ট থেকে উক্ত ছবিটি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এছাড়াও এ চা বাগানটি নিয়ে চীনের স্থানীয় বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রচারিত হয়। তবে উক্ত ছবিটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চা বাগান দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, চীনের ঝেজিয়াং প্রদেশের জিনহুয়া শহরের একটি চা বাগানের ছবিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img