রংপুরে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশকে কেন্দ্র করে কেউ নিহত হননি

গত ২২ নভেম্বর রংপুরের মাহিগঞ্জ কলেজ মাঠে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে অংশগ্রহণ করতে যাওয়ার পথে কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বহনকারী বাসে হামলার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় এক বা একাধিক ব্যক্তি নিহতের পৃথক দুইটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

একজন নিহতের দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

তিনজন নিহতের দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রংপুরে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে কোনো ব্যক্তি নিহত হননি। সমাবেশে অংশগ্রহণ করতে যাওয়ার পথে হামলার ঘটনা ঘটলেও কেউ নিহত হননি। নিহত হওয়ার দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিক, প্রশাসন এবং সনাতন ধর্মের নেতারা৷

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। 

তবে, গত ২২ নভেম্বর বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে “কুড়িগ্রামে হিন্দুদের সমাবেশগামী বাসে ‘হামলা’, গাড়ি আটকে দেওয়া অভিযোগ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ নভেম্বর রংপুরে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণ করতে যাওয়ার পথে কুড়িগ্রামে বাসে হামলার অভিযোগ উঠে। এ ঘটনায় ২০ জন আহত হওয়ার দাবি করা হলেও নিহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। 

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য স্থানীয় একাধিক সংবাদ কর্মীর সাথে কথা বলে রিউমর স্ক্যানার টিম। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর রংপুর প্রতিনিধি শরিফুল ইসলাম বলেন, ‘রংপুরের কাউনিয়ায় বাসে ওপর হামলা অভিযোগ তুলেছিলেন সমাবেশ আসা সনাতনীরা। এঘটনায় ২ জন আহতের কথা শোনা যায়। নীলমোহন নামে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে তিনজন নিহতের বিষয়টি গুজব।’

দৈনিক সমকালের রংপুর প্রতিনিধি স্বপন চৌধুরী বলেন, ‘নিহত হওয়ার তথ্যটি সঠিক নয়। কাউনিয়ায় বাসে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছিল। কিন্তু নিহত হননি কেউ৷’

প্রথম আলোর রংপুর জেলার নিজস্ব প্রতিবেদক জহির বলেন, ‘কাউনিয়ায় বাস রোধ করে বাঁধা দেওয়ার একটি ঘটনা ঘটেছিল। সনাতনী বক্তার ভাষ্যমতে তিনজন আহত হয়েছেন তবে আমরা একজনের ছবি পেয়েছি। কিন্তু নিহত হওয়ার তথ্যটি মিথ্যা।’

এ বিষয়ে রংপুর মহানগরের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনিও নিহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ রংপুর জেলা সভাপতি প্রহলাদ রায় বলেন, ‘তিনজন আহত হয়েছিলের। আহতরা রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, নিহত হওয়ার দাবিটি মিথ্যা।’

রংপুরে অনুষ্ঠিত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশের আয়োজক কমিটির সমন্বয়ক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘আহত হয়েছিলেন। কিন্তু কেউ নিহত হননি।’

সুতরাং, রংপুরে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে একাধিক ব্যক্তি নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img