সম্প্রতি, কলকাতা নাইট রাইডার্সের কোচ টম মুডি “গৌতম গম্ভীর এবং সুনীল নারীন আমাকে খুব করে রিকোয়েস্ট করেছে তামিম ইকবালকে দলে ভেড়ানোর জন্য, আমরা চেষ্টা করছি তামিমকে দলে নিতে, তামিম ইকবাল বাংলাদেশের ও পৃথিবীর সেরা ওপেনার” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন, এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কোচ টম মুডি ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে আলোচিত মন্তব্যটি করেননি বরং Sports Diversity নামের একটি ক্রীড়া বিষয়ক ফেসবুক পেজের ফটোকার্ড এডিট করে আলোচিত দাবি সম্বলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে তামিম ইকবালের বিষয়ে কলকাতা নাইট রাইডার্সের কোচ টম মুডির আলোচিত মন্তব্যটির সত্যতা পায়নি রিউমর স্ক্যানার টিম।
তবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, ভারতীয় সংবাদমাধ্যম The Times of India এর ওয়েবসাইটে ২০২০ সালের ৪ এপ্রিল “Rohit Sharma, David Warner world’s best T20 openers: Tom Moody” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, টম মুডি বিশ্বের সেরা টি টুয়েন্টি ওপেনার হিসেবে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে বেছে নিয়েছেন।
পরবর্তীতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফটোকার্ডে থাকা Sports Diversity শীর্ষক নামের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে উক্ত নামের একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। উক্ত পেজ পর্যবেক্ষণে পেজটিতে গত ২৮ নভেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডের অনেক মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডে কলকাতা নাইট রাইডার্সের কোচ টম মুডির উদ্ধৃতি দিয়ে বলা হয়, “আমি মনে করি রাসেল এবং নারিনকে ধরে রাখার ক্ষেত্রে গম্ভীর বেশ গুরুত্বপূর্ণ ছিল। সে তাদের বোঝে, সে তাদের সাথে খেলেছে, সে তাদের ক্যাপ্টেন এবং সে তাদের থেকে সেরাটা বের করতে সক্ষম হবে।”
অর্থাৎ, উক্ত ফটোকার্ডে টম মুডির মন্তব্যের অংশ এডিট বা সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূলত, আইপিএল ২০২৪ এর আসরে কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে ধরে রাখার পিছনে গৌতম গম্ভীরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানান কোচ টম মুডি। পরবর্তীতে টম মুডির উক্ত বক্তব্য সম্বলিত একটি ফটোকার্ড Sports Diversity নামের ক্রীড়াবিষয়ক একটি পেজে প্রকাশিত হয়। সেই ফটোকার্ডে টম মুডির বক্তব্যের অংশ ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে তামিম ইকবালের নাম জড়িয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বে তামিম ইকবালের নামে ইন্টারনেটে ভুয়া তথ্য ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, কলকাতা নাইট রাইডার্সের কোচ তামিম ইকবালকে বাংলাদেশ ও বিশ্বের সেরা ওপেনার বলেছেন শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত এবং উক্ত দাবিতে প্রচারিত তথ্যটিও মিথ্যা।
তথ্যসূত্র
- The Times of India: “Rohit Sharma, David Warner world’s best T20 openers: Tom Moody”
- Facebook Page: Sports Diversity