বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আমদানিকৃত গাড়ির ভিডিওকে ভারতীয় মিলিটারির গাড়ি দাবিতে প্রচার

সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “এটা কিসের ইঙ্গিত দিচ্ছে | যশোর বেনাপোল বর্ডার দিয়ে ভারতের মিলিটারি ট্রাক বাংলাদেশে প্রবেশ করল”। 

মিলিটারির গাড়ি

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওটি ৩ লক্ষ ৫০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ১০ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতীয় মিলিটারি ট্রাকের নয়, বরং বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে ভারত থেকে আমদানিকৃত গাড়ির ভিডিও।

এ বিষয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে গত ১০ জুলাই তারিখে মূলধারার গণমাধ্যম সময় টিভিতে ভিন্ন কোণ থেকে ধারণকৃত উক্ত ঘটনার একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

ভিডিও প্রতিবেদনটি দেখে জানা যায়, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১১টি মাইন প্রটেক্টেড বুলেটপ্রুফ সামরিক যান আমদানি করা হয়েছে৷ আমদানি পত্রের তথ্য অনুযায়ী, ১১টি মাইন প্রটেক্টেডের আমদানি মূল্য দেখানো হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ কোটি টাকা।

উক্ত একই ঘটনার বিষয়ে বাংলাদেশি সংবাদমাধ্যম আমাদের সময় এর ওয়েবসাইটে একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি পড়ে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি বাড়াতে ভারত থেকে মাইন প্রটেক্টেড ১১টি ৪৬ কোটি টাকা মূল্যের গাড়ি আমদানি করা হয়েছে। এ গাড়িগুলো ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে দিয়ে দেশে প্রবেশ করে মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারসেজ (ডিজিডিপি) এসব গাড়ি আমদানি করেছে। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের টাটা অ্যানভান্সড সিস্টেমস লিমিটেড। চালানে গাড়িগুলোর আমদানি মূল্য হলো ৩৮ লাখ ৫ হাজার ৩৯ ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি টাকা। দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে এই প্রথম বেনাপোল বন্দরের মাধ্যমে সম্পূর্ণ বুলেটপ্রুফ সামরিক যান বাংলাদেশে আমদানি করা হয়েছে।

মূলত, সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে ভারতীয় মিলিটারি ট্রাক বাংলাদেশ প্রবেশরত অবস্থায় দেখা যাচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত গাড়িগুলো ভারতীয় মিলিটারির নয়, বরং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে আমদানিকৃত গাড়ির ভিডিও।

সুতরাং, বাংলাদেশের বেনাপোল বন্দরে ভারতীয় মিলিটারি ট্রাক প্রবেশ করার দৃশ্য দাবিতে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে আমদানিকৃত গাড়ির ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img