বুধবার, অক্টোবর 9, 2024

যুবলীগ নেতার স্ত্রী ফেনসিডিলসহ আটক দাবিতে ভিন্ন নারীর পুরোনো ছবি প্রচার

সম্প্রতি, “ব্রেকিং নিউজ এবার সুন্দরবনের খাটি মধু নিয়ে লাইভে আসছে উপজেলা যুবলীগের স্ত্রী শিলা ভাবি” শীর্ষক দাবিতে ফেনসিডিলসহ আটক এক নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবির নারী কোনো যুবলীগ নেতার স্ত্রী নয় বরং এটি ২০২২ সালের এপ্রিলে নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেনসিডিলসহ আটক হওয়া টুম্পা নামের এক নারীর ছবি।

রিভার্স ইমেজ সার্চে, দেশের প্রথম সারির দৈনিক পত্রিকা ‘যায়যায়দিন’ এর অনলাইন সংস্করণে ৩ এপ্রিল ২০২২ তারিখে “ফতুল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিল সহ নারী আটক” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from jaijaidin

প্রতিবেদনটিতে বলা হয়েছে, “নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিল সহ টুম্পাকে (২৫) আটক করেছে পুলিশ। তবে টুম্পা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত না থাকলেও মাদক ব্যবসায়ি স্বামীর গচ্ছিত রাখা ফেনসিডিল ঘরে পাওয়ায় স্ত্রী টুম্পাকে আটক করা হয়। এসময় তাদের ঘরে থাকা ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে পালিয়ে গেছে টুম্পার স্বামী রুবেল ও তার ব্যবসায়ী পাটনার নাসির।শুক্রবার (২১ এপ্রিল) রাতে তাকে ফতুল্লার কাশিপুরের মধ্য নরসিংপুর এলাকায় অভিযান চালিয়ে টুম্পাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত টুম্পা ফতুল্লার কাশিপুরের মধ্য নরসিংপুর এলাকার নাজির মিয়ার মেয়ে ও মাদক ব্যবসায়ী রুবেলের স্ত্রী।”

পরবর্তীতে, একই তারিখে ‘লাইভ নারায়ণগঞ্জ’ নামের নারায়ণগঞ্জভিত্তিক স্থানীয় অনলাইন পোর্টালে “ফতুল্লায় ফেনসিডিল সহ নারী গ্রেফতার” শীর্ষক শিরোনামে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot from live naryanganj

উক্ত প্রতিবেদন থেকেও যায়যায়দিনের ন্যায় অনুরূপ সংবাদ খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য, প্রচারিত পোস্টগুলোতে প্রদর্শিত নারীকে উপজেলা যুবলীগ নেতার স্ত্রী শিলা দাবি করা হলেও কোনো সুনির্দিষ্ট উপজেলার নাম উল্লেখ করা হয়নি। অনুসন্ধানে, সাম্প্রতিক সময়ে কোনো যুবলীগ নেতার স্ত্রী ফেনসিডিলসহ আটক হয়েছেন এমন কোনো সংবাদ দেশীয় মূলধারার সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

মূলত, ২০২২ সালে নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ টুম্পা নামের এক নারীকে আটক করে পুলিশ। অভিযান চলাকালে টুম্পার মাদক ব্যবসায়ী স্বামী রুবেল পালিয়ে গেলে ৯১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রুবেলের স্ত্রী পুলিশের হাতে আটন হন। সেসময় বিপুল পরিমাণ ফেনসিডিলের বোতলসহ আটক টুম্পার ছবিকেই সম্প্রতি উপজেলা যুবলীগ নেতার স্ত্রী শিলার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ২০২২ সালে ফতুল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিলের বোতলসহ আটক টুম্পা নামের নারীর পুরোনো ছবিকে বর্তমান সময়ে উপজেলা যুবলীগ নেতার স্ত্রী শিলার ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img