ইসরায়েলে ইরানের হামলার ভিডিও দাবিতে আলজেরিয়ার ভিডিও প্রচার

গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার জবাবে ১ অক্টোবর ইসরায়েলে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরই প্রেক্ষিতে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও নয় বরং আলজেরিয়ার মৌলুদিয়া ক্লাব ডি’আলজার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে MS_Off নামক টিকটক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৮ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর বিস্তারিত বিবরণীর হ্যাশট্যাগে আলজেরিয়ান ফুটবল ক্লাব মৌলুদিয়া ক্লাব ডি’আলজার এর নাম উল্লেখ পাওয়া যায়।

পরবর্তী অনুসন্ধানে আলজেরিয়া ভিত্তিক গণমাধ্যম AL24 News এর ইউটিউব চ্যানেলে গত ৯ আগস্ট প্রকাশিত প্রতিবেদনেও সমজাতীয় দৃশ্য দেখতে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, আলজেরিয়ান ফুটবল ক্লাব মৌলুদিয়া ক্লাব ডি’আলজারের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্লাবটির সমর্থকদের উদযাপনের দৃশ্য এটি।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম LBC এর ওয়েবসাইটে গত ৮ আগস্ট প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও দাবিতে আলজেরিয়ার একটি ফুটবল ক্লাবের জন্মবার্ষিকী উদযাপনের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img