ঢাকা কলেজ নয়, শিক্ষার্থীদের নামাজ আদায়ের দৃশ্যটি পাকিস্তানের একটি কলেজের

সম্প্রতি, ঢাকা কলেজের শিক্ষার্থীদের নামাজরত অবস্থার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি এখন পর্যন্ত আলোচিত দাবির সবচেয়ে ভাইরাল ভিডিওটি ৪ লক্ষ ৭৩ হাজারবার দেখা হয়েছে। এছাড়া, ভিডিওটি ১ হাজার ৮ শতবার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ঢাকা কলেজের শিক্ষার্থীদের নামাজরত অবস্থার দৃশ্য নয় বরং পাকিস্তানের পাঞ্জাব কলেজের শিক্ষার্থীদের নামাজের দৃশ্য এটি।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। ভিডিওটির শুরুতে ভবনের দেয়ালে উর্দু ভাষায় তিনটি দেয়ালিকা লক্ষ্য করা যায়। 

Screenshot: Facebook

এছাড়া ঢাকা কলেজের ওয়েবসাইটে যুক্তথাকা ফেসবুক পেজ এ ৩০ সেপ্টেম্বর প্রকাশিত একটি পোস্টে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিহিত ছবি পাওয়া যায়। উক্ত ছবিতে থাকা শিক্ষার্থীদের ইউনিফর্মের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর শিক্ষার্থীদের ইউনিফর্মের অমিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison: Rumor Scanner

পরবর্তীতে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে alihassan_.2005 নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

উক্ত পোস্ট থেকে জানা যায়, এটি পাকিস্তানের পাঞ্জাব কলেজের ভিডিও। একই অ্যাকাউন্টে পাঞ্জাব কলেজের আরও কিছু ভিডিও দেখুন এখানে, এখানে

পরবর্তীতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম বিক্রি করা একটি ওয়েবসাইটফেসবুক পেজে থাকা পাঞ্জাব কলেজের শিক্ষার্থীদের ইউনিফর্মের ছবির সাথে আলোচিত ভিডিওর ইউনিফর্মের হুবহু মিল পাওয়া যায়। 

সুতরাং, পাকিস্তানের পাঞ্জাব কলেজের শিক্ষার্থীদের নামাজ আদায়ের ভিডিও বাংলাদেশের ঢাকা কলেজের শিক্ষার্থীদের নামাজের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img