সম্প্রতি, ‘এবার বিএনপি’র কর্মীরা আমির খসরুকে দেখে ভুয়া ভুয়া বললেন’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি কর্মীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে উদ্দেশ্য করে দেওয়া নয় বরং তারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে উক্ত স্লোগান দিয়েছেন।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।

ভিডিওটিতে যা আছে
১৩ সেকেন্ডের এই ভিডিওটির শুরুতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনা যায়। এরপর আমির খসরুকে বলতে শোনা যায়, “আচ্ছা ঠিক আছে।” এরপর হাসির একটি ফানি ক্লিপ যুক্ত করা হয়।
বিষয়টি যাচাইয়ে ভিডিওটির মূল উৎস অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে bd news7 নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২৮ সেপ্টেম্বর ‘সাভারের আমিনবাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

এই ভিডিওটির ১২ মিনিট ০২ সেকেন্ড থেকে ১২ মিনিট ০৯ সেকেন্ড অংশ পর্যন্ত আলোচিত ভিডিওটির আমির খসরুর বক্তব্যের অংশ এবং ভুয়া ভুয়া স্লোগানের হুবহু মিল পাওয়া যায়।
‘ভুয়া ভুয়া’ স্লোগানের প্রেক্ষাপট
মূল ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, সেখানে বিএনপি’র কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার পর আমির খসরু বলেন, “আচ্ছা ঠিক আছে। এরা যে ভুয়া এটা আপনারা না, সারা বিশ্ব জেনে গেছে। সারা বিশ্ব বুঝে গেছে।” আমির খসরুর এই কথার পর বিএনপি’র কর্মীরা বিষয়টিকে সমর্থন জানিয়ে ‘হ্যা’ বলেন।
এর আগে তিনি বলেন, “ওয়াশিংটনে জাতিসংঘের কাজ শেষ হয়ে গেছে। বক্তব্য শেষ হয়ে গেছে। বিশ্বের সব নেতারা কিন্তু বাড়ি চলে গেছে। আমাদের অনির্বাচিত প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বসে আছে। অবস্থা বুঝেন কি খারাপ? কত খারাপ বুঝেন? সেলফি তুলেও কাজ হচ্ছে না। সেলফি তুলে কতদিন একটু ফরফুরা মেজাজে ছিল। তারপর দেখে যে তার উপরে আরেকটা আসছে।” এরপরই উপস্থিত কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
অর্থাৎ, বিএনপি কর্মীদের উক্ত ‘ভুয়া ভুয়া’ স্লোগান আমির খসরুকে উদ্দেশ্য করে দেওয়া নয়।
পরবর্তীতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজেও একই তারিখে এই ঘটনার লাইভ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। সেখান থেকে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি গত ২৮ সেপ্টেম্বর সাভারের আমিন বাজারে অনুষ্ঠিত বিএনপির সমাবেশের এবং ভিডিওটির ৫৬ মিনিট অংশ থেকে আলোচিত ভিডিওটির সাথে মিল পাওয়া যায়।
এছাড়া, মূলধারার গণমাধ্যম প্রথম আলো’র অনলাইন সংস্করণে একই তারিখে ‘বিএনপি সেলফির রাজনীতি করে না: আমীর খসরু’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও ওই দিনের সমাবেশের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, বিএনপির কর্মীরা ‘ভুয়া ভুয়া’ শীর্ষক স্লোগান তাদের নেতা আমির খসরুকে উদ্দেশ্য করে দেয়নি।
মূলত, গত ২৮ সেপ্টেম্বর সাভারের আমিনবাজারে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে বক্তব্য প্রদান করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বক্তব্য দেওয়ার সময়ে সেখানে উপস্থিত কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে সেই স্লোগানের খণ্ডিত অংশ কেটে তাতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘এবার বিএনপি’র কর্মীরা আমির খসরুকে দেখে ভুয়া ভুয়া বললেন’ শীর্ষক শিরোনাম যুক্ত করে বিকৃতভাবে প্রচার করা হয়।
উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যের খণ্ডিত অংশ বিকৃতভাবে প্রচারের প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি’র কর্মীদের দেওয়া ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে বিএনপি নেতা আমির খসরুকে উদ্দেশ্য করে দেওয়া স্লোগান দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- bd news7: সাভারের আমিনবাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশ
- BNP Verified Facebook Page: Live Video
- Prothom Alo: বিএনপি সেলফির রাজনীতি করে না: আমীর খসরু
- Rumor Scanner’s Own Analysis