রুমিন ফারহানা তারেকের দুর্নীতির খসড়া ফাঁস করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি খণ্ডিত

সম্প্রতি “মুখ ফসকে তারেক রহমানের দূর্নীতির খসড়া ফাঁস করলেন রুমিন ফারহানা” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি নেত্রী রুমিন ফারহানার মুখ ফসকে তারেক রহমানের দুর্নীতির খসড়া ফাঁস করার ভিডিওটি একটি টকশোর খণ্ডিত অংশ। যেখানে রুমিন ফারহানা টকশোতে অংশগ্রহণকারী এক আলোচকের বক্তব্যকে উদ্ধৃত করে পড়ছিলেন।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, বেসরকারি টেলিভিশন চ্যানেল Somoy Tv এর ইউটিউব চ্যানেলে ৩১ জুলাই “রাজনীতির আন্দোলন ও রাজনীতির ষড়যন্ত্র” শীর্ষক শিরোনামে প্রচারিত টকশোর মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

৫০ মিনিট ২৭ সেকেন্ডের টকশোটি সঞ্চালনা করেন সময় টিভির এসাইনমেন্ট এডিটর খান মুহাম্মদ রুমেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় হুইপ ও এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

প্রথমেই সঞ্চালক খান মুহাম্মদ রুমেল বিএনপি দলীয় হুইপ ও এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে দিয়ে টকশোর আলোচনা শুরু করেন। রুমিন ফারহানা তার বক্তব্যে দেশের বর্তমান নানা সংকট, বিএনপির আন্দোলনে, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। 

পরবর্তীতে সঞ্চালক খান মুহাম্মদ রুমেল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার কাছে বিএনপির আন্দোলন নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ও রুমিন ফারহানার উত্থাপিত প্রশ্ন সম্পর্কে জানতে চান।

ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া তার আলোচনা শুরুর এক পর্যায়ে টকশোটির ১৩ মিনিট ২৪ সেকেন্ডে বলেন, ” ২৬ অক্টোবর, ২০০৬ সাল। সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার- সালাম তালুকদারের ভাতিজা তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী… ঐ কেবিনেটেরই- তিনি বলেছেন সংবাদ সম্মেলনে, তারেক ও তার সঙ্গী সাথীরা তখনকার মুদ্রা মানে ২৬ হাজার কোটি টাকা শুধু বিদ্যুৎখাত থেকে লুট করেছেন, জ্বালানি ও বিদ্যুৎখাত থেকে।”

ভিডিওতে এসময় ব্যারিস্টার রুমিন ফারহানাকে কিছু লিখে নিতে দেখা যায়।

পরবর্তীতে ভিডিওটির ২৭ মিনিট ৭ সেকেন্ডে রুমিন ফারহানা তার আলোচনায় একটি লিখিত বক্তব্য পড়তে পড়তে বলেন, “২৬ হাজার কোটি টাকা বিদ্যুৎখাত থেকে লুট করা হয়েছে। এক তারেক রহমান-বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান-তিনি লুট করেছেন (হাসি)। হয়েছে কি প্রোপাগাণ্ডার উপর যে দল নির্ভর করে এবং যে দলের পায়ের নিচে মাটি থাকে না, সে দল অনেক কথাই বলে। কি বলে, নিজেরাও বুঝে না। প্রলাপের মতো বলে।”

অর্থ্যাৎ ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার বক্তব্যকে খণ্ডন করতে গিয়ে সেটিকে সরাসরি উদ্ধৃত করেন তার আলোচনার অংশে এবং তিনি এটিকে প্রলাপ বলে আখ্যায়িত করেন। 

মূলত, একটি বেসরকারি টেলিভিশনের আয়োজিত টকশো অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানা টকশোতে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার দেওয়া বক্তব্যকে খণ্ডন করতে গিয়ে সেটি সরাসরি উদ্ধৃত করেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টকশোর কেবল এই অংশটিকে কেটে বিএনপি নেত্রী রুমিন ফারহানার মুখ ফসকে তারেক রহমানের দুর্নীতির খসড়া ফাঁস করার দাবিতে প্রচার করা হচ্ছে।

সুতরাং, বিএনপি নেত্রী রুমিন ফারহানার মুখ ফসকে তারেক রহমানের দুর্নীতির খসড়া ফাঁস করার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত ভিডিওটি খণ্ডিত।

তথ্যসূত্র

somoy Tv Youtube Channel: রাজনীতির আন্দোলন ও রাজনীতির ষড়যন্ত্র

আরও পড়ুন

spot_img