সম্প্রতি, অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে।
এরই মধ্যে বাংলাদেশে বন্যার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, ভিন্ন স্থানের পুরোনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে “Weather Updates Karachi” নামক একটি ফেসবুক পেজ থেকে ১৬ জুলাই প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি পাকিস্তানের করাচিতে অবস্থিত কালারি হ্রদের দৃশ্য।
সুতরাং, ভিন্ন স্থানের পুরোনো ভিডিওকে বাংলাদেশের বন্যার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Weather Updates Karachi- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis