নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ছাত্রলীগের সেবামূলক কার্যক্রমে চাপাতি দাবিতে ভিন্ন সংগঠনের ছবি প্রচার 

গত ০৩ মে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের শরবত ও স্যালাইন প্রদান ক্যাম্পেইনের আয়োজন করে। সেই ক্যাম্পেইনে স্যালাইনের প্যাকেট কাটার জন্য ‘চাপাতি’ রাখা হয়েছে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

নোবিপ্রবি

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শরবত ও স্যালাইন প্রদান ক্যাম্পেইনে স্যালাইনের প্যাকেট কাটার জন্য ‘চাপাতি’ রাখার দাবিটি সঠিক নয় বরং ভিন্ন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যাম্পেইনের ছবিকে ছাত্রলীগের ক্যাম্পেইনের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানে নোবিপ্রবি ছাত্রদল নামক একটি অ্যাকাউন্ট থেকে করা পোস্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভর একটি মন্তব্য খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

মন্তব্যে শুভ বলেন, প্রথমত, এইটা ছাত্রলীগের শরবত কিংবা স্যালাইন বিতরণের স্টল না। দ্বিতীয়ত, এইটা বিশ্ববিদ্যালয়ের আরেকটি রেজিস্টার্ড মানবিক সংগঠনের স্টল। তৃতীয়ত, এই সংগঠনের কাজের ব্যাপারে আগে খোজ খবর নিবেন। ওরা দারুণ সব কাজ করে। আর স্যালাইন কাটার জন্য যে দা ইউজ করেছে সেটা হয়ত আশপাশের কোন দোকানের কিচেনের।

পরবর্তীতে অনুসন্ধানে নোবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন NSTU Society for Disabilities এর ফেসবুক পেজ থেকে গতকাল (০৪ মে) প্রকাশিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টটিতে প্রচারিত ছবিটি উক্ত সংগঠনের ক্যাম্পেইনের ছবি বলে উল্লেখ করা হয়। 

এছাড়া, একই পেজে গত ০৩ মে ২৫ টি ছবিযুক্ত করা একটি পোস্ট খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়। 

উক্ত পোস্টে থাকা একটি ছবির সাথে আলোচিত ছবিটির হুবহু মিল পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, গত ০৩ মে গুচ্ছ ‘বি’ ইউনিটের পরীক্ষায় পানি, স্যালাইন ও শরবত বিতরণ কর্মসূচির কিছু ছবি এগুলো। 

অর্থাৎ, ছবিটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শরবত ও স্যালাইন প্রদান ক্যাম্পেইনের নয় বরং অলাভজনক সংস্থা NSTU Society for Disabilities নামক একটি সংগঠনের ক্যাম্পেইনের। 

পাশাপাশি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে গুচ্ছ ‘বি’ ইউনিটের পরীক্ষার দিন শরবত ও স্যালাইন প্রদান ক্যাম্পেইনের কিছু ছবি পাওয়া যায়। এসব ছবিতে তৈরিকৃত শরবত এবং পানির বোতল সরবরাহ করতে দেখা গেলেও চাপাতি সদৃশ কোনো বস্তুর দেখা মেলেনি। ছবিগুলো দেখুন এখানে, এখানে

মূলত, সম্প্রতি ‘চাপাতি’ সহ একটি ছবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শরবত ও স্যালাইন প্রদান ক্যাম্পেইনের ছবি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগের কোনো ক্যাম্পেইনের নয়। প্রকৃতপক্ষে, ছবিটি NSTU Society for Disabilities নামক একটি অলাভজনক সংগঠন কর্তৃক পানি, স্যালাইন ও শরবত বিতরণ কর্মসূচির, যা গত ০৩ মে গুচ্ছ ‘বি’ ইউনিটের পরীক্ষার দিন আয়োজন করা হয়েছিল। 

সুতরাং, ‘চাপাতি’ সহ একটি ছবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শরবত ও স্যালাইন প্রদান ক্যাম্পেইনের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  • NSTU Branch BCL Secretary Comment 
  • NSTU Society for Disabilities- Post (1, 2)
  • NSTU Branch BCL- Post (1, 2)
  • Rumor Scanner’s Own Analysis 
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img