রাস্তার সিমেন্টে বাইক আটকে থাকার এই ছবিটি রংপুরের নয়, ভারতের তামিলনাড়ুর

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাস্তার সিমেন্টে বাইক আটকে থাকার একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ছবিটি বাংলাদেশের রংপুরের।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাস্তার সিমেন্টে বাইক আটকে থাকার এই ছবিটি রংপুরের নয় বরং, ছবিটি ভারতের তামিলনাড়ু প্রদেশের ভেলোর শহরের।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতের তামিলনাড়ু’র গণমাধ্যম Daily Thanthi এর ওয়েবসাইটে গত ২৮ জুন তামিল ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, রাস্তার সিমেন্টে বাইক আটকে থাকার উক্ত ঘটনাটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু প্রদেশের ভেলোর শহরের।

এছাড়াও, ভারতীয় গণমাধ্যম Hindustan Times এর ওয়েবসাইটে ২০২২ সালের ০৪ জুলাই ‘লক্ষ্য স্মার্ট সিটি! তৈরি হল পাকা রাস্তা, পথে রাখা বাইকের চাকা আটকে রইলো কংক্রিটে, সিমেন্টে, কেন জানেন?’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত ছবির অনেকটাই মিল রয়েছে। উক্ত প্রতিবেদন থেকেও ছবিটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু প্রদেশের ভেলোর শহরের বলে জানা যায়।

Screenshot: Hindustan Times

উক্ত প্রতিবেদন থেকে ছবিটি সম্পর্কে আরও জানা যায়, নিজের দোকানের সামনে রাস্তায় বাইক রেখে শিবা নামের এক ব্যক্তি সেদিন বাড়ি চলে গিয়েছিলেন। সকালে এসে তিনি দেখেন কংক্রিটে আটকে রয়েছে বাইকের চাকা। জানা যায়, রাস্তা তৈরির তারাহুড়োতে বাইকের চাকার ওপর দিয়েই সিমেন্ট ঢালা হয়েছে। ফলে সেই চাকা সিমেন্টে আটকে রাস্তায় বসে গিয়েছে।

অর্থাৎ, রাস্তার সিমেন্টে বাইক আটকে যাওয়ার আলোচিত এই ছবিটি বাংলাদেশের নয়।

সুতরাং, ভারতে রাস্তার সিমেন্টে বাইক আটকে যাওয়ার ছবিকে বাংলাদেশের রংপুরের দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img