অন্তত ছয় বছর ধরে নাটোর-রাজশাহী মহাসড়কের দৃশ্য দাবিতে দুই পাশে সবুজ গাছে ঘেরা একটি মহাসড়কের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

সম্প্রতি উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
বিগত বছরগুলোতে উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন ২০২৩ (আর্কাইভ, ২০২২ (আর্কাইভ), ২০২০ (আর্কাইভ), এবং ২০১৯ (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি নাটোর-রাজশাহী মহাসড়কের ছবি নয়, বরং এটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ছবি।
এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ছবিটি মূলত মোঃ আবুল বাশার নামের একজন ফটোগ্রাফার তুলেছিলেন।
তিনি ২০২১ সালের ২৯ এপ্রিল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হুবহু একই ছবিটি পোস্ট করেন। উক্ত পোস্টের ক্যাপশনে ছবিটি তুলতে তিনি Canon 60D ব্যবহার করেছেন বলে উল্লেখ করেন। একইসাথে ছবিটির স্থান সম্পর্কে ক্যাপশনে লেখা হয়, “বসন্তপুর, রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ রোড”।

২০২৩ সালের ৯ জুন তারিখে ছবিটি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পুনরায় পোস্ট করেন জনাব বাশার।
২০২০ সালে Bangladeshi Beauty নামের নিজ ফেসবুক গ্রুপে একই স্থানের ভিন্ন একটি ছবি পোস্ট করেন তিনি৷
তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট অনুসন্ধান করে জানা যায়, তিনি রাজশাহীতেই থাকেন এবং প্রায়ই রাজশাহীর নানা ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন।
এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য রিউমার স্ক্যানার টিমের পক্ষ থেকে মোঃ আবুল বাশারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছবিটি তিনি আরো অনেক আগে (২০১৮ সালে) তুলে নিজের ফেসবুক পেজ ও আরো নানা গ্রুপে পোস্ট করেছিলেন। তবে, ফেসবুক পেজটি হারিয়ে যাওয়ায় প্রথম দিকে করা মূল পোস্টটি আর নেই। এই ছবির স্থান সম্পর্কে তিনি জানান, “রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ হাইওয়ে। বসন্তপুর (গোপালপুর পার হয়ে একটু সামনে)”
পরবর্তীতে জনাব আবুল বাশারের কাছ থেকে মেইলযোগে উক্ত ছবির মূল ফাইলটি সংগ্রহ করে রিউমর স্ক্যানার টিম।
মেটাডাটা বিশ্লেষণ
মোঃ আব্দুল বাশার থেকে প্রাপ্ত মূল ছবিটির মেটাডাটা বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। এই বিশ্লেষণ থেকে জানা যায় যে, ছবিটির ডাটায় কোনো ধরনের বিকৃতি ঘটেনি। এছাড়াও মেটাডাটা থেকে নিশ্চিত হওয়া যায় যে, ছবিটি ২০১৮ সালের ১৭ অক্টোবর তোলা হয়েছিল।

মূলত, ২০১৮ সালে মোঃ আবুল বাশার নামের এক ফটোগ্রাফার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের একটি ছবি তুলে ফেসবুক শেয়ার করেন। পরবর্তীতে তার তোলা এই ছবিটি গত কয়েক বছর ধরে নাটোর-রাজশাহী মহাসড়কের ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত হচ্ছে।
অর্থাৎ, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ছবিকে নাটোর-রাজশাহী মহাসড়কের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis
- Metadata of image provided by MD Abul Bashar – Image Metadata