ঢাবি ছাত্রদলের বর্তমান কমিটি দাবিতে প্রচারিত তালিকাটি পুরোনো কমিটির 

সম্প্রতি, “সহ সভাপতিরা নিরুদ্দেশ যুগ্ম সাধারণ সম্পাদকের বাংলাদেশ” শীর্ষক দাবিতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটির সদস্য তালিকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রচারিত তালিকাটি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি নয় বরং, পূর্বের কমিটির তালিকাকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অফিসিয়াল ফেসবুক পেজে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর প্রচারিত একটি পোস্টে ঢাবি ছাত্রদলের আলোচিত কমিটির তালিকাটি খুঁজে পাওয়া যায়। 

Image Comparison By Rumor Scanner 

উক্ত পোস্ট থেকে জানা যায়, এটি ২০২২ সালে ঢাবি শাখা ছাত্রদলের কমিটির তালিকা।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর “ঢাবি ছাত্রদলের নেতৃত্বে খোরশেদ-আরিফুল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর খোরশেদ আলমকে (সোহেল) সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। 

পরবর্তীতে ঢাবি শাখা ছাত্রদলের নতুন কোনো  কমিটি গঠন করা হয়েছে কিনা সেবিষয়ে অনুসন্ধানে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে গত ০১ মার্চ করা একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

Screenshot: BNP Media Cell

উক্ত পোস্ট থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহস-কে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপন-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি; আনিসুর রহমান খন্দকার অনিক, সহ- সভাপতি; নাছির উদ্দীন শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; শামীম আক্তার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমন, সাংগঠনিক সম্পাদক।

এছাড়া, একই তারিখে ঢাকা পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে বর্তমান কমিটি সম্পর্কে একই তথ্য জানা যায়। 

অর্থাৎ, প্রচারিত তালিকাটি ২০২২ সালের পুরোনো কমিটির। 

সুতরাং, ঢাবি শাখা ছাত্রদলের ২০২২ সালের পুরোনো কমিটির তালিকাকে বর্তমান কমিটির তালিকা দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img