সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্ক বিরাজ করছে। যা নিয়ে সারাদেশেই ব্যাপক আলোচনাও চলছে।
এর প্রেক্ষিতে সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, রান্নাঘরে রাসেল’স ভাইপার সাপ ঢুকেছে এবং দৃশ্যটি বাংলাদেশের।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি রাসেল’স ভাইপার সাপের নয় এবং রান্নাঘরে সাপ ঢুকার এই ভিডিওটি বাংলাদেশেরও নয়, বরং ইন্দোনেশিয়ার একটি রান্নাঘরে কিং কোবরা সাপ ঢুকার দৃশ্যকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীশ গণমাধ্যম Tv9 Bangla এর ওয়েবসাইটে গত বছরের ১৫ সেপ্টেম্বর “গ্যাস পাইপ লিক করেছে ভেবেছিলেন মহিলা, সিলিন্ডারের পিছনে তাকাতেই ফণা উঁচিয়ে এল…” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে থাকা সাপের ছবিটির সাথে আলোচিত ভিডিওতে থাকা সাপের এবং চারপাশের দৃশ্যের মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, এটি কিং কোবরা জাতের সাপ।
একই তথ্যে সংবাদ প্রকাশ করে ভারতীয় আরেকটি গণমাধ্যম News18.
প্রতিবেদনগুলোতে ভিডিওর উৎস হিসেবে ২০২৩ সালের ২৬ আগস্ট এর একটি ইনস্টাগ্রাম পোস্ট উল্লেখ করা হয়। পোস্টটি পর্যবেক্ষণ করে এর ক্যাপশনে ইন্দোনেশিয়ায় ভাষা পরিলক্ষিত হয়। পরবর্তীতে অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ইন্দোনেশিয়া থেকে পরিচালিত।
অনুসন্ধানের এ পর্যায়ে ভিডিওতে থাকা সাপটি রাসেল’স ভাইপার কি না সেবিষয়ে অনুসন্ধানে অনলাইনে বিদ্যমান রাসেল’স ভাইপারের ছবি কিংবা গঠনগত বৈশিষ্ট্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত সাপটির পার্থক্য লক্ষ্য করা যায়।
রাসেল’স ভাইপারের বৈজ্ঞানিক নাম Daboia russelii এবং রাসেল’স ভাইপারের মাথার আকৃতি ত্রিকোণাকার ও রাসেল’স ভাইপারের গায়ে স্পষ্ট গোলাকার অনেকটা চেইনের মতো দাগ থাকে৷ তাছাড়া, বাংলাদেশ এলাকায় প্রাপ্ত রাসেল’স ভাইপারে সাধারণত উজ্জ্বল আকৃতির বাদামি বর্ণের মধ্যে স্পষ্ট গোলাকার দাগ থাকে। উপরোল্লিখিত বৈশিষ্ট্যগুলো আলোচিত দাবিতে প্রচারিত সাপটির সাথে মিলে না।

তবে, প্রচারিত ভিডিওটিতে থাকা সাপটির সাথে কিং কোবরা সাপের মিল খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওতে থাকা সাপটি রাসেল’স ভাইপার নয়।
মূলত, সম্প্রতি বাংলাদেশের কোন এক জায়গায় রান্নাঘরে রাসেল’স ভাইপার সাপ- শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ইন্দোনেশিয়ার পুরোনো ভিডিও। এছাড়া, প্রচারিত ভিডিওতে থাকা সাপটি রাসেল’স ভাইপার নয়, বরং এটি কিং কোবরা সাপ।
সুতরাং, ইন্দোনেশিয়ার রান্নাঘরে কিং কোবরা সাপ ঢুকার পুরোনো ভিডিওকে সম্প্রতি বাংলাদেশের রান্নাঘরে রাসেল’স ভাইপার সাপ ঢুকার দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Tv9 Bangla- গ্যাস পাইপ লিক করেছে ভেবেছিলেন মহিলা, সিলিন্ডারের পিছনে তাকাতেই ফণা উঁচিয়ে এল…
- Instagram Post
- Forestry – Russell’s Viper
- Forestry- King Cobra
- Rumor Scanner’s Own Analysis