চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গত ২৫ জুন অনুষ্ঠিত সুপার এইট পর্বের বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি ছিলো ত্রিমুখী সমীকরণের। শুরুতে ব্যাটিংয়ে নেমে আফগানরা সংগ্রহ করে ১১৫ রান। বাংলাদেশ সেমিফাইনালে যেতে ১২ ওভার ১ বলে এই রান পাল্লা দিতে হতো। এছাড়া ২০ ওভারে আফগানিস্তানকে হারাতে পারলেও অস্ট্রেলিয়া যেতো সেমিফাইনালে। তবে, সকল আশা ডুবিয়ে পরিশেষে আফগানিস্তান ০৮ রানে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে।
গত ২৭ মে অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে প্রথম সেমিফাইনাল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানেই অলআউট হয় আফগানরা। টি–টোয়েন্টিতে এটাই আফগানিস্তানের সর্বনিম্ন সংগ্রহ।
এরইমধ্যে আফগান অধিনায়ক রশিদ খান “আমরা বিশ্বকাপ সেমিফাইনালের সৌন্দর্য নষ্ট করেছি; সরি বাংলাদেশ সরি অস্ট্রেলিয়া” শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে হারার পর আফগান অধিনায়ক রশিদ খান বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চেয়ে কোনো মন্তব্য করেনি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত বক্তব্য রশিদ খানের বক্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে খেলাধুলা ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এর ওয়েবসাইটে ম্যাচ শেষে রশিদ খানের দেওয়া বক্তব্য খুঁজে পাওয়া যায়।
উক্ত বক্তব্যেও আলোচিত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত দাবিটির সূত্রপাত যাচাইয়ে ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে “FJ News24” নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৭ জুন সকাল ০৮ টা ৫৯ মিনিটে আলোচিত দাবির প্রেক্ষিতে করা সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত মন্তব্যটি আফগান অধিনায়ক রশিদ খান করেননি। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে উক্ত বানোয়াট মন্তব্যটি প্রথম প্রচার করা হয়।
মূলত, গত ২৭ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে আফগানিস্তানের হারের পর আফগান অধিনায়ক রশিদ খান বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চেয়ে মন্তব্য করেছেন দাবিতে তাকে উদ্ধৃত করে ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবির সত্যতা মেলেনি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি রশিদ খান করেছেন দাবিতে একটি ফেসবুক পেজে প্রচার করা হয়। যা পরবর্তীতে ইন্টারনেটে ব্যাপকভাবে প্রচার হয়।
সুতরাং, আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে উদ্ধৃত করে সেমিফাইনালে ভালো করতে না পেরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কাছে তার ক্ষমা চাওয়ার দাবি সম্বলিত প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Cric info- Commentary
- FJ News24- Facebook Page
- FJ News24- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis