সৈয়দ আবেদ আলীকে নিয়ে মারজুক রাসেলের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাধীন ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় বইছে। আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর নাম। গত ৮ জুন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

এরই প্রেক্ষিতে, “সে ভাবছে আল্লাহ যেহেতু কবরের প্রশ্ন আউট করে দিছে, সুতরাং বি সি এস এর প্রশ্ন আউট দোষের কি!” শীর্ষক মন্তব্যটি অভিনেতা মারজুক রাসেল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িয়ে সৈয়দ আবেদ আলীকে নিয়ে করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সৈয়দ আবেদ আলী

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্ত সৈয়দ আবেদ আলীকে নিয়ে অভিনেতা মারজুক রাসেল এমন কোনো মন্তব্য করেননি বরং, তাঁর নামে পরিচালিত একটি ফ্যান পেজ থেকে করা একটি পোস্ট থেকে আলোচ্য ভুল দাবিটির সূত্রপাত হয়েছে।  

অনুসন্ধানের শুরুতে কি-ওয়ার্ড সার্চ করে Marzuk Russell নামের একটি ফেসবুক পেজ থেকে গত ০৮ জুলাই বিকাল ০৩ টা ৪৭ মিনিটে করা একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।  

Screenshot: Marzuk Russell Fan Page 

পরবর্তীতে উক্ত ফেসবুক পেজটির অ্যাবাউট সেকশন ঘেঁটে দেখা যায়, এটি একটি ফ্যান পেজ।

Screenshot: Marzuk Russell Fan Page 

এরপর কি-ওয়ার্ড সার্চ করে Marzuk Russell নামের ভিন্ন আরেকটি পেজ খুঁজে পাওয়া যায়।

উক্ত পেজটিতে মারজুক রাসেলকে নিয়মিত ভিডিও প্রকাশ করতে দেখা যায়। উক্ত পেজের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে এটি তার পেজ বলেই প্রতীয়মান হয়।

তবে এই পেজটিতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িয়ে সৈয়দ আবেদ আলীকে নিয়ে কোনো পোস্ট বা ভিডিও খুঁজে পাওয়া যায়নি। 

অর্থাৎ, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িয়ে সৈয়দ আবেদ আলীকে নিয়ে প্রচারিত পোস্টটি মারজুক রাসেলের নয়। 

মূলত, সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাধীন ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় বইছে। গত ৮ জুন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এরই প্রেক্ষিতে প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্ত সৈয়দ আবেদ আলীকে নিয়ে অভিনেতা মারজুক রাসেলের বক্তব্য দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত এই মন্তব্যটি যে পেজ থেকে করা হয়েছে সেটি মারজুক রাসেলের আসল পেজ নয় বরং সেটি তাঁর নামে পরিচালিত একটি ফ্যান পেজ। প্রকৃতপক্ষে মারজুক রাসেল এরূপ কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন ইস্যুতে একই কায়দায় অভিনেতা মারজুক রাসেলের ভুয়া মন্তব্য প্রচারের প্রেক্ষিতে বেশ কয়েকটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, অভিনেতা মারজুক রাসেলের নামে পরিচালিত ফ্যান পেজ থেকে প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্ত সৈয়দ আবেদ আলীকে নিয়ে করা মন্তব্যকে মারজুক রাসেলের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img