বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

গণমাধ্যমের ভুয়া ফটোকার্ডে সাকিব এবং মাশরাফীর মৃত্যুর গুজব 

ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং মাশরাফী বিন মোর্ত্তজার মৃত্যুর দাবি ছড়িয়ে পড়ে। প্রথম আলো ও যমুনা টিভির ডিজাইন সম্বলিত দুইটি ভিন্ন ফটোকার্ডে এই দুই সাবেক এমপির মৃত্যুর দাবি করা হয়।

যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত ফটোকার্ড যুক্ত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

প্রথম আলোর ডিজাইন সম্বলিত ফটোকার্ড যুক্ত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব আল হাসান এবং মাশরাফী বিন মোর্ত্তজার মারা গেছেন শীর্ষক তথ্যে বা শিরোনামে যমুনা টিভি এবং প্রথম আলো কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টেলিভিশন এবং প্রথম আলোর ফটোকার্ডের ডিজাইন নক করে উক্ত ফটোকার্ড দুইটি তৈরি করা হয়েছে। 

শুরুতে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে অনুসন্ধান করে সাকিব আল হাসানের মৃত্যুর তথ্যে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। একইভাবে প্রথম আলো’র ওয়েবসাইটেও মাশরাফী বিন মুর্ত্তজার মৃত্যুর তথ্যে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া, যমুনা টেলিভিশনের ফেসবুক পেজইউটিউব চ্যানেল এবং প্রথম আলো’র ফেসবুক পেজইউটিউব চ্যানেলে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

তবে, গত ০৭ আগস্ট যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে এবং গত ০৯ আগস্ট প্রথম আলো’র ফেসবুক পেজে আলোচিত দাবিগুলো ভুয়া উল্লেখ করে পোস্ট করা হয়৷ 

Image By Rumor Scanner 

অর্থাৎ, আলোচিত ফটোকার্ড গুলো ভুয়া। 

এছাড়া, এই দুই সাবেক সংসদের মৃত্যুর দাবি ছড়ানোর পর তার দুইজনকেই প্রকাশ্যে সুস্থ অবস্থায় দেখা গেছে। (, )

সুতরাং, টেষ্টিকলে আঘাত পেয়ে সাকিব আল হাসানের এবং হাঁটুর বিয়ারিং খুলে মাশরাফীর মৃত্যুর দাবিতে প্রচারিত তথ্যগুলো মিথ্যা এবং যমুনা টিভি ও প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img