গাজা ও লেবাননে ইসয়ায়েলের হামলার জবাবে ১ অক্টোবর ইসরায়েলে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরই প্রেক্ষিতে একটি কফিনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ক্যাপশনে “আলহামদুলিল্লাহ এমন সকাল প্রতি*দিন আসুক।” এমন বাক্য রেখে ছবিটি শেয়ার করার ফলে অনেকেই ছবিটি দেখে ভেবে নিচ্ছেন, এটি ইরানের হামলার ঘটনায় নিহত ইসরায়েলিদের লাশের সারির দৃশ্য।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের সাথে এই ছবির সম্পর্ক নেই বরং গাজায় হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের মৃত্যুর প্রতিবাদে ২৭টি খালি কফিন নিয়ে ইসরায়েলিদের আন্দোলনের গত সেপ্টেম্বরের ছবি এটি।
এ বিষয়ে অনুসন্ধানে ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম The Jerusalem Post এর এক্স অ্যাকাউন্টে গত ৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির বিষয়বস্তুর মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্ট থেকে জানা যায়, গত ০৫ সেপ্টেম্বর ইসরায়েলের রাজধানী তেল আবিবের হাবিমা স্কোয়ারে বিক্ষোভকারীরা বিক্ষোভ করে।
পরবর্তীতে ইসরায়েলের আরেক গণমাধ্যম The Times of Israel এর ওয়েবসাইটে ০৬ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গাজায় হামাসের বন্দিদশায় ২৭ জনের নিহতের প্রতিবাদে ২৭টি লাশবিহীন কফিন বহন করে গত ০৫ সেপ্টেম্বর তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা এপি এর ওয়েবসাইটে গত ৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
ইরান কর্তৃক ইসরায়েলে হামলায় কতজন মারা গিয়েছে এই বিষয়ে অনুসন্ধানে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম BBC এর ওয়েবসাইটে আজ ২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, জেরিকো শহরে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের তথ্যমতে ইরান কর্তৃক ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে একজন ব্যক্তি মারা গেছেন।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম The Guardian এর ওয়েবসাইটে গতকাল ১ অক্টোবর প্রকাশিত আরেক প্রতিবেদন থেকে জানা যায়, কাছাকাছি সময়ে ইসরায়েলের সমুদ্র তীরবর্তী শহর জাফাতে গুলি ও ছুরি হামলায় ছয়জন নিহত এবং ১৯ জন আহত হয়।
সুতরাং, গত সেপ্টেম্বরে গাজায় হামাসের হামলায় ইসরায়েলি নিহতের প্রতিবাদে ২৭টি খালি কফিন নিয়ে বিক্ষোভের ছবি ইসরায়েলে ইরানের হামলার ঘটনার প্রেক্ষিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Jerusalem Post – X Post
- The Times of Israel – Government of blood’: Protesters stage mock funeral for slain hostages, demand deal
- AP – Tel Aviv protesters carrying mock coffins demand a deal to release hostages held in Gaza
- BBC – What we know about Iran’s missile attack on Israel