জাপানের ভূমিকম্পে ফাটল ধরা পিলারের ছবিকে বাংলাদেশের দাবিতে প্রচার

সম্প্রতি, একটি ব্রিজের ক্ষতিগ্রস্ত পিলারের ছবি ব্যবহার করে “স্মার্ট বাংলাদেশ” এবং “হাসু বুবুর স্মার্ট বাংলাদেশ সাড়ে হাজার” শীর্ষক ক্যাপশনের মাধ্যমে ছবিটি বাংলাদেশের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।  

জাপানের
Screenshot from Facebook 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ব্রিজের পিলারে ফাটল ধরার ছবিটি বাংলাদেশের নয় বরং এটি ২০০৪ সালে জাপানের ভূমিকম্পে একটি ব্রিজের পিলারে ফাটল ধরার ছবি। 

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে ‘blog.goo.ne.jp’ নামে জাপানের একটি ব্লগ ওয়েবসাইটে ২০১১ সালের ২০ জুন তারিখে “Impact destruction case due to up and down motion” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ব্লগে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়। 

Screenshot from ‘blog.goo.ne.jp’ website 

উক্ত প্রতিবেদনে ছবিটিকে ২০০৪ সালের নিগাতা প্রিফেকচার জোয়েৎসু ভূমিকম্পের কারণে হিনোগাওয়া ব্রিজের শিনকানসেন রেল লাইনের একটি ক্ষতিগ্রস্ত পিলারের ছবি বলে দাবি করা হয়েছে। 

এছাড়া, ‘Arturo Huizar’ নামের একটি পিন্টেরেস্ট একাউন্টেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot from Pinterest | Arturo Huizar 

পরবর্তীতে বিষয়টি নিয়ে বিস্তর অনুসন্ধানে, ২০০৫ সালে ‘New Zealand Society for Earthquake Engineering’ কর্তৃক প্রকাশিত “Performance of highway bridges under Chuetsu Earthquake, Japan” শীর্ষক শিরোনাম সম্বলিত একটি রিসার্চ পেপারের পিডিএফ কপি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

New Zealand Society for Earthquake Engineering । PDF 

উল্লিখিত রিসার্চ পেপারে ফাটল ধরা একই ব্রিজের ভিন্ন কোণ থেকে ধারণকৃত একটি ছবিকে ২০০৪ সালে জাপানে সংঘটিত ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জোয়েৎসু শিনকানসেনের উনোগাওয়া রেলসেতুর ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া, ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ভূমিকম্পে সেতুর কর্মক্ষমতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করা হয়েছে। 

মূলত, ২০০৪ সালে জাপানে ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প হয় এবং দেশটির অনেক স্থাপনার পাশাপাশি বেশকিছু ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়। সেসময়ে জাপানের একটি ক্ষতিগ্রস্ত ব্রিজের পিলারের ছবিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি ব্রিজের পিলারের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, ভিন্ন ভিন্ন সময়ে ভূমিকম্পের পুরোনো ছবি ও ভিডিও নিয়ে প্রচারিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য নিয়ে পূর্বেও বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। 

সুতরাং, ২০০৪ সালে জাপানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্রিজের পিলারের ছবিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্রিজের পিলারের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img