ইসলামি বক্তার জামায়াতবিরোধী বক্তব্য দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি সাদা পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত এক ব্যক্তির মঞ্চে বসে বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তাকে বলতে শোনা যায়, “জামায়াতে ইসলামী ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ হত্যা করেছিল, মা-বোনদের ধর্ষণের পর হত্যা করেছে। জামায়াতকে ভোট দেবে না আলেম সমাজ।” কিছু পোস্টে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ভাই।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত দাবি দেখুন: এখানে

ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কোনো ইসলামি বক্তার আসল বক্তব্যের দৃশ্যের নয়। বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় যাচাইয়ের চেষ্টা করা হয়। তবে তাকে কোনো পরিচিত ইসলামি বক্তা হিসেবে শনাক্ত করা যায়নি। তিনি কোথায় এবং কবে বক্তব্য দিয়েছেন, সে সম্পর্কেও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

জাগোনিউজ২৪-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিজানুর রহমান আজহারীর একজন ভাই রয়েছেন। তবে ভিডিওতে থাকা ব্যক্তি তার ভাই কিনা, সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি।

বরং ভিডিওটির বিভিন্ন ফ্রেম বিশ্লেষণে, মুখমণ্ডলের বিকৃতি, চোখ ও ঠোঁটের অস্বাভাবিক গঠন, আলো ছায়ার ভারসাম্যহীনতা, চুল ও ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত মসৃণতার মতো এআই দিয়ে তৈরি ভিডিওর একাধিক সাধারণ লক্ষণ এই ভিডিওতে লক্ষ্য করা যায়।

এছাড়া, ভিডিওটির দৈর্ঘ্য ৮ সেকেন্ড, যা গুগলের এআই ভিডিও জেনারেশন টুল ‘Veo’-এর সঙ্গে মিলে যায়। এই টুল দিয়ে ৮ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করা সম্ভব এবং সম্প্রতি এর মাধ্যমে ভুয়া ভিডিও ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে।

পরবর্তীতে, ভিডিওটি গুগলের জেনারেটিভ এআই টুল ‘Veo’ দিয়ে তৈরি কিনা তা যাচাই করতে গুগলের ‘SynthID’ টুল ব্যবহার করা হয়। SynthID হলো গুগলের একটি প্রযুক্তি, যা এআই দিয়ে তৈরি ভিডিও, ছবি বা অডিওতে অদৃশ্য ‘জলছাপ’ বা বিশেষ চিহ্ন সংযোজন করে। এই চিহ্ন খালি চোখে দেখা যায় না, তবে গুগলের বিশেষ টুল দিয়ে শনাক্ত করা যায় যে কনটেন্টটি এআই দিয়ে তৈরি। বুম বাংলাদেশের সহায়তায় রিউমর স্ক্যানার টিম এই টুল ব্যবহার করে ভিডিওটি বিশ্লেষণ করে। যাচাইয়ে দেখা যায়, ভিডিওটির অডিও ও ভিজ্যুয়াল উভয় অংশে SynthID সংকেত রয়েছে, যা নিশ্চিত করে ভিডিওটি গুগলের জেনারেটিভ এআই দিয়ে তৈরি।

Screenshot: SynthID

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে একজন ইসলামি বক্তা ‘আলেম সমাজ জামায়াতকে ভোট দেবে না’ শীর্ষক বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis. 
  • SynthID

আরও পড়ুন

spot_img