সম্প্রতি, “শ্বাস ছেড়ে একটু শান্তির নিঃশ্বাস, মাধবদী নরসিংদী” শীর্ষক ক্যাপশনে গাছপালা বেষ্টিত একটি খালে মানুষের গোসলের দৃশ্যকে বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদী উপজেলার ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সবুজ গাছপালা বেষ্টিত খালে মানুষের গোসল করার ছবিটি বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদী উপজেলার কোনো স্থানের নয় বরং এটি যা ভারতের কেরালায় অবস্থিত ওনজাপাড়া খালে(কৃত্রিম) মানুষের গোসলের দৃশ্য।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গত ২৭ জুন ‘Aravind’ নামের এক ভারতীয় ব্যক্তির টুইটারে “நமக்கு எது நிரந்தரமானது என்பதை தெரிந்து பயணித்தாலே மகிழ்ச்சி என்றும் கூடவே இருக்கும்..!” শীর্ষক শিরোনামে প্রকাশিত ছবির সাথে উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
অনুসন্ধানের মাধ্যমে গত জানুয়ারি গত ১৩ এপ্রিল ২০১৮ এ ভারতীয় গণমাধ্যম ‘Times of India’ এ “Curb likely on access to Oonjapara aqueduct” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ওনজাপাড়া খালের ছবির সাথে উক্ত দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।
গুগলে ‘Oonjapara Canal’ শীর্ষক কী-ওয়ার্ড অনুসন্ধান করে জানা যায় এটি ভারতের কেরালাতে অবস্থিত।
এছাড়া অনুসন্ধানের মাধ্যমে নরসিংদীতে অবস্থিত এরকম কোনো খালের তথ্য ইন্টারনেটে পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি গাছপালা বেষ্টিত একটি কৃত্রিম খালে মানুষের গোসলের দৃশ্যকে বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদী উপজেলার ছবি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় উক্ত দাবিতে প্রচারিত খালটি বাংলাদেশের নরসিংদীতে নয়। প্রকৃতপক্ষে এটি ভারতের কেরালায় অবস্থিত ওনজাপাড়া খালে(কৃত্রিম) মানুষের গোসলের ছবি।
উল্লেখ্য, বর্তমানে ভারতের কেরালার ওনজাপাড়ার খালটি বন্ধ আছে।
সুতরাং, ভারতের কেরালা রাজ্যের একটি কৃত্রিম খালের ছবিকে বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত খালের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Aravind – Twitter Post
- Times of India – “Curb likely on access to Oonjapara aqueduct”
- Google – ‘Oonjapara Canal’
- Google – Aqueduct Oonjapara