ফটিকছড়িতে কোনো টানেল নেই, ভাইরাল ছবিটি তাইওয়ানের 

সম্প্রতি, চট্টগ্রামের ফটিকছড়ি টানেলের দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এ সংক্রান্ত ভাইরাল পোস্টগুলোতে ছবিটি চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো বাজারের ইসলামপুর রোডের বলেও দাবি কী হচ্ছে। 

টানেল

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফটিকছড়িতে কোনো টানেল নেই বরং ভাইরাল এই ছবিটি তাইওয়ানে উচ্চগতিসম্পন্ন একটি ট্রেন টানেলের।

ছবিটির বিষয়ে জানতে রিভার্স ইমেজ সার্চ করে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট Tech & Facts এর ওয়েবসাইটে ২০১৩ সালের ৩১ অক্টোবর প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।

Screenshot comparison: Rumor Scanner 

ওয়েবসাইটে থাকা তথ্য থেকে জানা যায়, এটি তাইওয়ানের হুসুহশান টানেলের ছবি। টানেলটি তাইওয়ানের পিংলিন জেলার নিউ তাইপেই সিটি থেকে শুরু হয়ে টাউচেং এর ইলান কাউন্টিতে গিয়ে শেষ হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-চ্যাম্পেইন এর রেল ট্রান্সপোর্টেশন এন্ড ইন্জিনিয়ারিং সেন্টারের ওয়েবসাইটে  প্রকাশিত নিবন্ধনে তাইওয়ানের হুসুহশান টানেল সম্পর্কিত একই তথ্য ও ছবি খুঁজে পাওয়া যায়।  

Screenshot: University of Illinois Rail Transportation and Engineering Center (RailTEC)

প্রবন্ধ থেকে জানা যায়, এটি উচ্চ গতি সম্পন্ন ট্রেনের জন্য তৈরি টানেল।

গুগল ম্যাপে সার্চ করেও হুসুহশান টানেলের দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।

এছাড়া, চট্টগ্রামের ফটিকছড়িতে কোনো টানেল থাকা সংক্রান্ত তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। 

মূলত, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের ফটিকছড়ির দাবিতে একটি টানেলের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে, ছবিটি বাংলাদেশের নয়। ফটিকছড়িতে এমন কোনো টানেলও নেই। তাইওয়ানে উচ্চগতির ট্রেনের জন্য নির্মিত একটি টানেলের ছবিকে উক্ত দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

সুতরাং, তাইওয়ানের একটি ট্রেন টানেলের ছবিকে চট্টগ্রামের ফটিকছড়ির দৃশ্য  দাবিতে ইন্টারনেটে  প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Tech & Facts – Website
  • University of Illinois Rail Transportation and Engineering Center (RailTEC) – PDF
  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img