সম্প্রতি, রোবট মানুষের সাথে ব্যাডমিন্টন খেলছে দাবিতে দুটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত আরেকটি ভিন্ন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিনের অনুসন্ধানে জানা যায়, রোবট মানুষের সাথে ব্যাডমিন্টন খেলছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিও গুলো বাস্তব নয় বরং মানুষের ব্যাডমিন্টন খেলার ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমতার সাহায্যে রোবট যুক্ত করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
ভিডিও যাচাই ০১
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে Phalore bedmation club নামক ফেসবুক পেজে ২০২১ সালের ২১ অক্টোবরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে উক্ত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
এছাড়া magicalmagicworld নামক টিকটক অ্যাকাউন্টে গত ৫ সেপ্টেম্বর আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
তবে ভিডিওটির শিরোনাম থেকে জানা যায় এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
ভিডিও যাচাই ০২
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে Badminton Ham নামক ইউটিউব চ্যানেলে গত ২৮ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে উক্ত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটিতে ভালোভাবে লক্ষ্য করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর রোবটের জায়গায় দুইজন মানুষ ছিলো। এছাড়া, ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি কোরিয়া বনাম জাপানের ব্যাডমিন্টন খেলা ছিলো।
অর্থাৎ, প্রচারিত ভিডিও দুটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর সাহায্যে মানুষের অবস্থানের স্থলে রোবটের অবয়ব জুড়ে দেওয়া হয়েছে।
মূলত, সম্প্রতি রোবট মানুষের সাথে ব্যাডমিন্টন খেলছে দাবিতে একাধিক ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওগুলো সম্পাদনা করা। প্রকৃতপক্ষে দুটি ভিন্ন ব্যাডমিন্টন খেলার ভিডিওতে উপস্থিত থাকা মানুষের দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিবর্তন করে সেখানে রোবটের দৃশ্য জুড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পূর্বে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লিওনেল মেসির ইংরেজিতে কথা বলার ভিডিও ইন্টারনেটে প্রচারিত হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, রোবট মানুষের সাথে ব্যাডমিন্টন খেলছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিও দুটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Phalore bedmation club – Facebook Page
- Badminton Ham – Youtube Video