অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার ভিডিও দাবিতে ভিন্ন দেশের পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, অস্ট্রেলিয়ার ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ জয়ের পর বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়ার টিমের দেশে ফেরার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

অস্ট্রেলিয়া

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার কোনো ঘটনার নয় বরং এটি কাতার বিশ্বকাপ ২০২২ এ মরক্কো ফুটবল দল চতুর্থ স্থান অর্জন করে দেশে ফিরলে দেশটির মানুষের ফুটবল টিমকে স্বাগত জানানোর ভিডিও। 

দাবিটি নিয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটির কয়েকটি স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম ‘Voice of America’ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২১ ডিসেম্বর “Morocco’s National Football Team Receives Homecoming Welcome”শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও  খুঁজে পাওয়া যায়। 

Video Comparison : Rumor Scanner 

উক্ত ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বিস্তারিত বর্ণনা থেকে জানা যায়, ২০২২ সালের ২০ ডিসেম্বর মরোক্কোর জাতীয় ফুটবল দলকে স্বাগত জানাতে মরোক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার ভক্ত জড়ো হওয়ার সময়কার ভিডিও এটি। 

পরবর্তীতে ২০২২ সালের ২০ ডিসেম্বর আন্তর্জাতিক গণমাধ্যম ‘Al Jazeera’ এর ওয়েবসাইটে “Morocco’s Atlas Lions receive hero’s welcome on return home” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ কাতার বিশ্বকাপে বেলজিয়াম, পর্তুগাল এবং স্পেনকে হারিয়ে চতুর্থ স্থান অর্জন করে দলটি। উক্ত অর্জনে জাতীয় ফুটবল দলের স্বদেশ প্রত্যাবর্তন কুচকাওয়াজের সময় রাজধানী রাবাতে দলটিকে স্বাগত জানায় ভক্তরা।  

অর্থাৎ, ভিডিওটি সম্প্রতি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার সময়ের নয়।

মূলত, কাতার বিশ্বকাপ ২০২২ এ মরক্কো ফুটবল দল চতুর্থ স্থান অর্জন করে দেশে ফিরলে দেশটির মানুষ মরক্কো ফুটবল টিমকে স্বাগত জানান। সেই ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বিশ্বকাপ নিয়ে সাম্প্রতিক দেশে ফেরার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, ভিন্ন দেশের পুরোনো ঘটনার ভিডিওকে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার সাম্প্রতিক ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে ;যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img