রোবট ও তার বাচ্চার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়

সম্প্রতি, রোবট ও তার বাচ্চা ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

দাবি করা হচ্ছে, ভিডিওটি বাস্তব। 

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রোবট ও তার বাচ্চা দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরিকৃত ভিডিও।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে চীনের একটি ইউটিউব চ্যানেলে গত ১১ এপ্রিল “The big robot takes the little robot to the vegetable market” (ইংরেজি অনূদিত) শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়।

উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। 

পরবর্তীতে উক্ত চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, চ্যানেলটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভিন্ন ভিডিও প্রচার করা হয়ে থাকে। 

Screenshot: Chengdu Xiaolei YouTube Channel 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাস্তব নয়। 

মূলত, সম্প্রতি রোবট ও তার বাচ্চা ক্যাপশনে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ভিডিওটি বাস্তব। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, চীনের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রথম প্রচার করা হয়। ঐ ইউটিউব চ্যানেলে ভিডিওটির  ডেসক্রিপশনে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে জানানো হয়েছে।

সুতরাং, রোবট ও তার বাচ্চা ক্যাপশনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি একটি ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img