এটি বুবলি কর্তৃক অপু বিশ্বাসকে গালি দেওয়ার ভিডিও নয়

সম্প্রতি, নায়িকা শবনম বুবলি আরেক নায়িকা অপু বিশ্বাসকে গালি দিচ্ছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

অপু বিশ্বাসকে গালি

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ফেসবুকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি দেখা হয়েছে প্রায় ২৩ লক্ষাধিক বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ১২ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল এই ভিডিওতে বুবলি অপু বিশ্বাসকে গালি দেননি বরং, ওয়েব ফিল্ম ‘ফ্লোর নাম্বার ৭’ এর একটি দৃশ্যকে ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। এতে ভিডিওটিতে নায়িকা বুবলিকে লাল রংয়ের একটি শাড়ি ও সাদা ব্লাউজ পরিহিত অবস্থায় দেখা যায়। এছাড়াও তাকে ‘সিনেমায় আসার পর থেকে আমার পিছে লাগছে। মাগীর আমার হাটুর সমান যোগ্যতা নাই আর আমারে হিংসা করে। বান্দির বাচ্চার চেহারা দেখলে বমি আসে আমার।’ শীর্ষক মন্তব্য করতে শোনা যায়।

ভিডিওটির সূত্র অনুসন্ধানে রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম Chorki এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৬ এপ্রিল Official Trailer | Floor Number 7 | Chorki Original Film | Raihan Rafi | Bubly | Tama | Joy | Raaz শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: YouTube

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, উক্ত ভিডিওটি ‘ফ্লোর নাম্বার ৭’ নামের চরকি-র একটি অরিজিনাল ফিল্মের অফিসিয়াল ট্রেইলার ভিডিও। এছাড়া  ভিডিওটি পর্যালোচনার মাধ্যমে ১ মিনিট ৩ সেকেন্ডে নায়িকা বুবলিকে একই শাড়িতে এবং একই অঙ্গভঙ্গিতে শাহরিয়ার নাজিম জয়ের সাথে দেখা যায়। এছাড়াও দুটো ভিডিওর ব্যাকগ্রাউন্ডেরও মিল রয়েছে। 

Video comparison: Rumor Scanner 

আলোচিত ক্লিপটি উক্ত ফিল্মের কি না তা যাচাই করতে পরবর্তীতে চরকিতে প্রকাশিত ‘ফ্লোর নাম্বার ৭’ ফিল্মটি দেখেছে রিউমর স্ক্যানার টিম। ফিল্মটির ৩৪ মিনিট ৫০ সেকেন্ড থেকে ৩৪ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত ফুটেজের সাথে আলোচিত ক্লিপের হুবহু মিল রয়েছে। উক্ত সময়ে বুবলিকে একই শাড়ি পরিহিত অবস্থায় শাহরিয়ার নাজিম জয়ের সাথে দেখা যায়। এছাড়াও তাকে এ সময় একই বক্তব্য দিতেও শোনা যায়। আলোচিত ভিডিওটি উক্ত সময়েরই। শুধু বুবলির অংশটুক ক্রপ ও মিরর করে তৈরি করা হয়েছে।

তাছাড়াও নায়িকা বুবলি উক্ত মন্তব্যগুলো ফিল্মের ‘পাখি’ নামের আরেকটি চরিত্রকে উদ্দেশ্য করে করেন। এই চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের নায়িকা তমা মির্জা।

মূলত, বাংলাদেশের ওয়েব ফিল্ম ‘ফ্লোর নাম্বার ৭’এ অভিনয় করেছেন শবনম  বুবলি, তমা মির্জা এবং শাহরিয়ার নাজিম জয়সহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। ফিল্মটির একটি পর্যায়ে বুবলি তমা মির্জার অভিনীত চরিত্রকে উদ্দেশ্য করে ‘সিনেমায় আসার পর থেকে আমার পিছে লাগছে। মাগীর আমার হাটুর সমান যোগ্যতা নাই আর আমারে হিংসা করে। বান্দির বাচ্চার চেহারা দেখলে বমি আসে আমার।’ শীর্ষক মন্তব্য করেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি, উক্ত অংশের একটি ভিডিও ক্লিপের সাথে নায়িকা বুবলি ও অপু বিশ্বাসের ছবি যুক্ত করে ভিডিওটি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে নায়িকা বুবলির গালি দেওয়ার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সঠিক নয়।

সুতরাং, ‘ফ্লোর নাম্বার ৭’ নামের একটি ওয়েব ফিল্মের দৃশ্যকে নায়িকা বুবলি কর্তৃক অপু বিশ্বাসকে গালি দেওয়ার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img