এটি ইরান-ইসরায়েল সংঘাতের ভিডিও নয়, ভিডিওটি আর্মা-৩ গেমের

আন্তর্জাতিক অঙ্গনে ইরান-ইসরায়েল সংঘাত এখন বেশ আলোচিত বিষয়। গত ১৩ এপ্রিল ইরান নিজেদের ভূখন্ড থেকে ইসরায়েলে হামলা চালায়। এই হামলা চালানোর পর থেকে সামাজিক মাধ্যমে ইরান-ইসরায়েল ইস্যু নিয়ে নানা ছবি ও ভিডিও প্রচারিত হচ্ছে । ।

এরই প্রেক্ষিতে সম্প্রতি, এ্যন্টি ট্যাঙ্ক থেকে আকাশে থাকা যুদ্ধ বিমানকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে এবং যুদ্ধ বিমান থেকে এয়ার টু গ্রাউন্ড পদ্ধতিতে নিচে থাকা ট্যাঙ্ক এবং তার আশপাশ লক্ষ্য করে গুলি করছে এমন একটি ভিডিও ইরান কর্তৃক ইসরায়েল হামলার দৃশ্য দাবিতে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। 

ইরান

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)

আলোচিত এই ভিডিওটি প্রতিবেদন প্রকাশ অবধি প্রায় ১২ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ৪০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিও ইরান-ইসরায়েল সংঘাতের কোনো দৃশ্যের নয় বরং, ভিডিওটি আর্মা-৩ নামক একটি সিমুলেশন গেমের দৃশ্যের।

অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী- ফ্রেম  রিভার্স ইমেজ সার্চ করে ‘Compared Comparison’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১১ জুন ‘MiG-29 Jet & Attack Helicopter shot down by Anti-Air System – SAM – Military Simulation – ArmA 3’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। 

Comparison by Rumor Scanner 

ভিডিওটির বিবরণীতে উল্লেখ করা হয়, এই ভিডিওটি আর্মা-৩ (ArmA 3) এ  তৈরি একটি সিমুলেশন! আমি আপনাদের জন্য এই সিমুলেশন ভিডিওগুলো তৈরি করতে পছন্দ করি এবং আমি খুশি যে আপনারা সকলেই এই ধরনের ভিডিওগুলো অনেক পছন্দ করেছেন! আর্মা-৩(ArmA 3) এর গ্রাফিক্স খুব ভালো, এটি প্রায় বাস্তব জীবনের মত দেখায়। বাস্তব যুদ্ধের চেয়ে বরং, সিমুলেশন!

আরও উল্লেখ করা হয়, আমি নিশ্চিতভাবে আপনাদের মাঝে এমন ধারণা দিতে চাই না যে আমি যুদ্ধকে মহিমান্বিত করি, আমি কেবল একজন উৎসাহী গেমার। অস্ত্র ব্যবস্থা অবশ্যই বাস্তব জীবনে ভিন্নভাবে ব্যবহার করা হয়, কিন্তু আমি আপনাকে এই অস্ত্র ব্যবস্থা সম্পর্কে শিক্ষিত করতে পেরে আনন্দিত।এই ভিডিওটি বোহেমিয়া ইন্টারেক্টিভ এ.এস এর সামগ্রী ব্যবহার করে তৈরি করা হয়েছে।”

ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে  দেখা যায়, ইউটিউব চ্যানেলটিতে সবসময় এমন ধরনের ভিডিও আপলোড করা হয়।

চ্যানেলটি সম্বন্ধে এবাউটে উল্লেখ করা হয়, গল্প এবং সিমুলেশন তৈরি করতে আর্মা-৩ ArmA 3 এবং DCS ব্যবহার করে আধুনিক সিনেমাটিক সামরিক চলচ্চিত্র তৈরি করা। সামরিক সিমুলেশন – সামরিক তুলনা – মার্কিন সামরিক – রাশিয়ান সামরিক – চীনা সামরিক – C-RAM সিস্টেম – এসি-১৩০ গানশিপ -এ-১০ Warthog – মিসাইল – যুদ্ধ জাহাজ – আর্টিলারি এবং আরও অনেক কিছু!

উল্লেখ্য, আর্মা-৩ হলো একটি উন্মুক্ত বিশ্ব কৌশলগত শ্যুটার সিমুলেশন ভিডিও গেম ।

মূলত, মূলত, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার জবাবে ১৩ এপ্রিল ইরান নিজেদের ভূখন্ড থেকে সরাসরি ইসরায়েলে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায়।এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের ওপর ইরানের হামলার দৃশ্য দাবিতে অসংখ্য ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। সম্প্রতি একই দাবিতে একটি ভিডিও প্রচারের প্রেক্ষিতে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের কোনো ভিডিও নয়। প্রকৃতপক্ষে, এটি  আর্মা-৩ নামক একটি ভিডিও গেমের দৃশ্য।

সুতরাং, ইন্টারনেট থেকে আর্মা-৩ নামক সিমুলেশন ভিডিও গেমের ভিডিও সংগ্রহ করে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের ভিডিও দাবিতে প্রচার করা  হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img