সম্প্রতি, “সেন্টমাটিনে নিয়ে আপার নতুন ডায়লগ, রাত্রি যাপন তো দুরে থাক, দিনের বেলায় ও এক দের ঘণ্টার বেশি থাকা যাবেনা।” শীর্ষক ক্যাপশনে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ভিডিওতে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “রাত্রিযাপন তো দূরে থাক, দিনের বেলাও আপনাকে নিয়ে যাবে, ছোট বোটে নামিয়ে এক দেড় ঘণ্টা ঘুরিয়ে নিয়ে চলে আসবে”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, গত ০৪ নভেম্বর সেন্টমার্টিন নিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাংবাদিকদের সাথে আলাপকালে দেওয়া বক্তব্য থেকে একটি অংশ কাট করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। মূলত ভাইরাল ভিডিও ক্লিপের অংশটি তিনি সেন্টমার্টিন নিয়ে নয়, সেন্টমার্টিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বের অন্যান্য দ্বীপের উদাহরণ টেনে তিনি এই মন্তব্য করেছেন।
অনসন্ধানে ‘SOMOY TV’ এর ইউটিউব চ্যানেলে গত ০৪ নভেম্বর ‘সেন্টমার্টিনে রাত্রিযাপন নিয়ে সরকারের সিদ্ধান্ত কী? | Rizwana Hasan | Saint Martin | Somoy TV’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে একটি অংশের বক্তব্যের সাথে আলোচিত দাবিতে প্রচরিত ভিডিও’র সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে সেন্টমার্টিন নিয়ে শুধু শুধুই পানি ঘোলা করা হচ্ছে অভিযোগ করে সৈয়দা রিজওয়ানা হাসানকে বলতে দেখা যায়, “আপনি যাই করবেন একটা গোষ্ঠী রয়েছে যারা নেতিবাচক প্রচারণা করে অন্তর্বর্তী সরকারের কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করা। সেটা থাকবে।”
তাকে আরও বলতে দেখা যায়, “আপনি কি সেন্টমার্টিনটা আগে বাঁচাবেন, নাকি পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটাবেন? যেভাবে করে সেন্টমার্টিনে পর্যটন চলছে এটাকে আমার পক্ষে শিল্প বলা সম্ভব না। জাতীয় পরিসংখ্যান অনুযায়ী ৪১ ভাগ কোরাল ক্ষয় হয়ে গেছে। আন্তর্জাতিক গ্রহণযোগ্য জার্নালে বলা হচ্ছে এভাবে চলতে থাকলে ২০৪৫ সালের মধ্যে সকল কোরাল ক্ষয় হয়ে সেন্টমার্টিন দ্বীপ ডুবে যাবে। আমারা সেন্টমার্টিনটা বাঁচাবো, একই সাথে পর্যটনটাও বাঁচাতে হবে। পর্যটনটা আমরা নিষেধ করিনি। আমরা বলেছি নভেম্বরে দিনে গিয়ে দিনেই চলে আসতে হবে। আর ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারবেন।
সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা সকলে রিপোর্ট করেছিলেন। সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিতভাবে হোটেল-মোটেল হচ্ছে। কোরাল তুলে নিয়ে হোটেলে লাগানো হচ্ছে। পর্যাটকেরা গিয়ে কোরাল তুলে ফেলছে। আপনি বিশ্বের এমন অনেক জায়গায় যাবেন, সেখানে দেখবেন কোরাল দ্বীপে রাত্রিযাপন তো দূরে থাক, দিনের বেলাও আপনাকে নিয়ে যাবে, ছোট বোটে নামিয়ে এক দেড় ঘণ্টা ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আপনি থাইল্যান্ডে দেখবেন, মালয়েশিয়াতে দেখবেন, ফিলিপিন্সে দেখবেন, ওদের জনপ্রিয় টুরিস্ট স্পট কয়েক বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র রিজেনারেট করার জন্য।
অর্থাৎ, সৈয়াদা রিজওয়ানা হাসানের বক্তব্য থেকে “রাত্রিযাপন তো দূরে থাক, দিনের বেলাও আপনাকে নিয়ে যাবে, ছোট বোটে নামিয়ে এক দেড় ঘণ্টা ঘুরিয়ে নিয়ে চলে আসবে” শীর্ষক ভিডিও ক্লিপটুকু কাট করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। যা তিনি বিশ্বের বিভিন্ন দ্বীপের উদাহরণ প্রসঙ্গে বলেছিলেন।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, গত ০৪ নভেম্বর ঢাকার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন আ্যান্ড টেকনলোজি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেন্টমার্টিন নিয়ে অযথা পানি ঘোলা করা হচ্ছে অভিযোগ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেন্টমার্টিন নিয়ে বিভিন্ন প্রসঙ্গ টেনে এনে কথা বলেন। আলোচিত ভিডিওটি তার সেই বক্তব্যেরই একটি অংশ।
উল্লেখ্য, গত ০৮ অক্টোবর ‘সুন্দরবন বাঘ জরিপ-২০২৪’ এর ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেন্টমার্টিন প্রসঙ্গে বলেন, “সেন্টমার্টিন দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা, দ্বীপে রাত্রিযাপন এবং পর্যটকের সংখ্যা নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে একটি কর্মপরিকল্পনা আগামী ২০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হবে।”
সুতরাং, সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য থেকে একটি অংশ কাট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- SOMOY TV: সেন্টমার্টিনে রাত্রিযাপন নিয়ে সরকারের সিদ্ধান্ত কী? | Rizwana Hasan | Saint Martin | Somoy TV
- কালবেলা: ‘সেন্ট মার্টিন নিয়ে প্রতিবাদকারীদের বেশিরভাগই হোটেল-মোটেলের মালিক’
- দ্য ডেইলি স্টার: সেন্টমার্টিন নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে ২০ অক্টোবরের মধ্যে: পরিবেশ উপদেষ্টা
- Rumor Scanner’s Own Analysis