শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

মার্কিন কংগ্রেস ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি 

সম্প্রতি, মার্কিন কংগ্রেস ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিয়েছে শীর্ষক একটি তথ্য ইন্টারনেটে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।  

এ বিষয়ে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মার্কিন কংগ্রেস ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দেয়নি বরং গত ২৮ জুলাই মার্কিন কংগ্রেসে ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কংগ্রেসের ওয়েবসাইটে এই প্রস্তাব পাশ হওয়া সংক্রান্ত কোনো তথ্য নেই।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে দেশের গণমাধ্যমগুলোর এ সংক্রান্ত সাম্প্রতিক কিছু প্রতিবেদন (,,) নজরে আসে রিউমর স্ক্যানার টিমের। প্রতিবেদনগুলোয় পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের বরাতে বলা হয়, মার্কিন কংগ্রেসে ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইসলামের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই প্রস্তাব করা হয়। টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেস ম্যান আল গ্রিন এই প্রস্তাবটি রাখেন। প্রস্তাবটি সমর্থন করেন ইলহান ওমর, রাশিদা তালিব ও কংগ্রেস ম্যান আন্দ্রে কারসন।

পরবর্তীতে দ্য ডন এর ওয়েবসাইটে গত ০৪ আগস্ট প্রকাশিত আলোচিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

 Screenshot source: The Dawn

ডন বলছে, গত ২৮ জুলাই প্রস্তাবটি উত্থাপন করা হয়। 

ডনের তথ্যের সূত্র ধরে মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটে “H.Res.635 – Original Resolution Recognizing Islam as One of the Great Religions of the World” শিরোনামে আলোচিত প্রস্তাবটি খুঁজে পাওয়া যায়। 

কংগ্রেসের ওয়েবসাইটে এ সংক্রান্ত ট্রেকারে দেখা যাচ্ছে, ২৮ জুলাই প্রস্তাবটি উত্থাপনের পর সেদিনই হাউজ কমিটি অন ফরেইন অ্যাফেয়ার্সের (House Committee on Foreign Affairs) কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে এটাই সর্বশেষ আপডেট হিসেবে দেখা যাচ্ছে। 

Screenshot source: Congress

তাছাড়া, প্রস্তাবটি পাশ বা স্বীকৃতি পেয়েছে শীর্ষক কোনো তথ্যও আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায়নি। 

অর্থাৎ, আলোচিত প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে এখনো স্বীকৃতি পায়নি। 

মূলত, সম্প্রতি মার্কিন কংগ্রেস ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিয়েছে শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানূ যায়, দাবিটি সঠিক নয়। গত ২৮ জুলাই মার্কিন কংগ্রেসে টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেস ম্যান আল গ্রিন ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি প্রস্তাব রাখেন। এ বিষয়ে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সর্বশেষ আপডেট হচ্ছে, প্রস্তাবটি হাউজ কমিটি অন ফরেইন অ্যাফেয়ার্সের কাছে পাঠানো হয়েছে। অর্থাৎ, এটি এখনো স্বীকৃতি পায়নি।  

সুতরাং, মার্কিন কংগ্রেস ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি প্রস্তাবের ঘটনাকে স্বীকৃতি পাওয়ার দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img